স্বামী স্ত্রীর ভালোবাসার মেসেজ | Husband Wife Love Status
(১)“প্রেমহীন ভালবাসা সুখের আশ্বাসে>>
দীর্ঘ সংগমে রাত্রি জাগরণ শেষে>>
ক্লান্ত আঁখি খুঁজে ফেরে আবারও সুখের প্রদীপ••
হৃদয়ে প্রেম নেই শুধুই ভালবাসা,
ক্ষণিকের জ্বালা-দ্বীপ!!!”
(২)“চুমিনি হীরক, কিংবা হেমলক, ছোট্ট বিষের বড়ি,
তবুও, কিসের ব্যথায় নিত্য ছটফট করি।
বাধিনি তারে সোনার শিকলে, কিংবা রশি দিয়ে,
গলায় দেইনি ৭ নরির হার, নূপুর দেইনি পায়ে।
নৌকার মত লাগিয়ে গুন টানিনি কভু তারে,
তবুও কি এমন বাধন? দুজন, কাছে আসি বারে বারে।”
(৩)“বৃষ্টি তোমার, বৃষ্টি আমার
বৃষ্টি ভালবাসার,
বৃষ্টি স্বপন, বৃষ্টি কাঁপন
বৃষ্টি হৃদয় ছোঁয়ার।।
বৃষ্টি তোমার ভীষণ প্রিয়
আমার চেয়ে বেশি।
বৃষ্টি ঝড়–ক হৃদয় জুড়ে
আমিও ভালবাসি।।”
(৪)“হোক নিভু নিভু ছোট্ট প্রেমের প্রদীপ
হোক না কয়েক পলক হোক কিছু সময়
তবুও প্রেম থাকুক বেঁচে
লোম ক‚পে ছুঁয়ে যাওয়া ছোট্ট প্রহর
এতটুকুই চাই, শুধু সুখকে যেচে।”
(৫)“রাত যেন এমনই তবে, নির্জন অতনু প্রসাদ
রমণের করে সমর্পিত বিনোদিনীর অবসাদ
শিয়রে সি-থানে, অনায়াসে ছুতে পারা চাঁদ
বিনোদিনীর কপোলে উদাসী অবসাদ।
নিতম্বে আঁকা রুপোর রংধনু, স্মরণে মরণ ফাঁদ
হৃদয়ে জেগে উঠা জোৎন্সা কুমারীর, জীবনভর শত অপরাধ।”
(৬)“কমল শোভিত কুঞ্চিত কেশ রাশি, পায়ের রুপোর মল
সুবাসিতার অতলে ডোবার সাধে, হৃদয় ছলছল।
বুকের ভেতর জমিয়া থাকা, কষ্টের যত ঢালি
উথলিয়া উঠে ব্যাকুল প্রাণ, সপিঁতে পরান খানি
মূর্ছিত রমণের প্রাণ, শ্র“তিয়া নূপুরের সিঞ্জনে
রুপোর বিছায় লাগিয়ে ফাঁস মরিবার সাধ জাগে।।”
(৭)“যতবার ছুঁয়েছি তোমার সিক্ত উষ্ণ অধর
তুমি হেসেছ আপন মনে।
আধো অবনত হয়েছ লজ্জায় কিংবা
আরো প্রাপ্তির নীরব প্রত্যাশায়।
আর আমার সৃষ্টি হয়েছে একটি গল্প।
এমন অনেক গল্প আমার আছে
কতক পড়েছি যখন ছিলে তুমি নারী
আর কিছু রয়েছে বাকি
যতবার হয়েছ রমণী।”
ভালোবাসার ছন্দ কষ্টের | Sad Love Status
(৮)“যে কষ্ট আকাশে মেঘ হয়ে ভাসে,
সেই কষ্ট আমার হৃদয়ে বৃষ্টি হয়ে আসে।”
(৯)“যখন তোমাকে খুব মিস করি
তখন ঐ আকাশের দিকে
তাকিয়ে থাকি।
জানি সেখানে তোমাকে দেখব না।
কিন্ত এই ভেবে শান্তনা পাই যে,
দুজনে এক আকাশের নিচেই তো আছি।”
(১০)“মানুষের তিলে তিলে গড়ে
তোলা স্বপ্নগুলো যদি এক
নিমিষেই নষ্ট হয়ে যায়
সেটার কষ্টটা বহুগুন
আঘাত করে।”
(১১)“যারা ভালবাসা নিয়ে খেলা করে
তারাই ভালবাসা পায়,,
আর যারা মন থেকে ভালবাসে
তারা ভালবাসা পায়না।”
(১২)“দুঃখ আছে আমার এই মনে,,,
বলবো আমি কার সনে।
দুঃখ শোনার মতো মানুষ নাই,,,
তাই নিজের মনের কষ্ট নিজেই পাই।
আমার মনের মানুষের দেখা,,,
বলবো আমার মনের সব কথা!!!”
(১৩)“শুনেছি মানুষ ভালোবেসে যতটা না সুখী হয়,
তার চেয়ে বেশি কষ্ট পায়।
যতটা না প্রিয়জনকে কাছে পায়,
তার চেয়ে বেশি নিজেকে হারায়।”
ভালোবাসা নিয়ে উক্তি | প্রেমের উক্তি
(১৪)“তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়,,,
সে কি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিনী,,,
বলে না তো কিছু চাঁদ।”
(কাজী নজরুল ইসলাম)
(১৫)“তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন,
সে জানে তোমারে ভোলা কঠিন।”
(কাজী নজরুল ইসলাম)
(১৬)“প্রেমে পড়া মানে হলো কারো উপর নিজেকে নির্ভরশীল করে ফেলা।
তুমি যার প্রেমে পড়ে যাবে,,, সে তোমার জগতের একটা বড় অংশ দখল করে নেবে।
যদি কোনো কারনে, কখনো সেই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে যায়,,,
তবে সে তোমার জগতের ঐ বড় অংশটাও নিয়ে যাবে!!!
আর তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা।”
(হূমায়ুন আহমেদ)
(১৭)“ভালোবাসতে শিখো, ভালোবাসা দিতে শিখো,,,
তাহলেই তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।”
(টমাস ফুলার)
(১৮)“যে ভালোবাসা যত বেশি গোপন হয়,,,
সে ভালোবাসার গভীরতাও তত বেশি হয়।”
(হূমায়ুন আহমেদ)
(১৯)“কামনা আর প্রেম- এই দুটি সম্পূর্ণ আলাদা।
কামনা একটি সাময়িক উত্তেজনা মাত্র,,,
আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত চিরন্তন।”
(কাজী নজরুল ইসলাম)
স্বামী স্ত্রীর ভালোবাসার মেসেজ | Husband Wife Love Status
“শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়,,,
শুধু ভালো লাগার জন্য ভালবাসা নয়!!!
নিজের সুখ গুলো বিসর্জন দিয়ে ভালবাসার মানুষকে সুখে রাখার নামই ভালবাসা।”
“স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়,,,
আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়।”
“আনন্দ এবং চ্যালেঞ্জ উভয়ের মাধ্যমে একে অপরকে সমর্থন করার পর্যায়গুলো•••
স্বামী এবং স্ত্রীর মধ্যে থাকা বন্ধনকে আরো শক্তিশালী করে তোলে।”
“একটি সফল বৈবাহিক জীবনের জন্য অনেকবার প্রেমে পড়া দরকার,,,
তবে প্রত্যেকবার একই ব্যক্তির সাথে।”
“এমন কাউকে বিয়ে করবেন না,,,
যার সাথে আপনি থাকতে পারেন!!!
বরং এমন কাউকে বিয়ে করুন,,,
যাকে ছাড়া আপনি থাকতে পারবেন না।”
মায়ের ভালোবাসার স্ট্যাটাস | Mother’s Love Status
“পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসতে পারে,,,
তবে সেই ভালোবাসার মাঝে কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকে।
কিন্তু একজন মানুষ কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে,, তিনি হলেন মা।”
“মা কখনো হয়না পর যতই আসুক তুফান ঝড়!!!
অন্যের ভালোবাসা হতে পারে ছলনা,,,
কিন্তু মা এর ভালোবাসা•• পৃথিবীর
কোন কিছুর সাথে হয়না তুলনা।”
“মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন।”
“দুনিয়ার সব কিছুই বদলাতে পারে,,,
কিন্তু সন্তানের জন্য মায়ের ভালবাসা বদলায় না!!”
“মা মমতার মহল,,,
মা পিপাসার জল,,,
মা ভালবাসার সিন্ধু,,,
মা উত্তম বন্ধু,,,
মা ব্যাথার ঔষুধ,,,
মা কষ্টের মাঝে সুখ,,,
মা চাঁদের ঝিলিক,,,
মা জান্নাতের পথিকৃৎ।”
আরএম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url