কবিতার লাইন ক্যাপশন
কবিতার লাইন ক্যাপশন
- ১. প্রেম ধীরে মুছে যায়,
- নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।
- ২. ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী,
- আমারে সোনার ধানে গিয়েছে ভরি।
- ৩. আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস
- মহাপ্রলয়ের আমি নটরাজ আমি, সাইক্লোন আমি ধ্বংস।
- ৪. এক বালিশ ঘুম জমে আছে চোখে মেঘের গালে টোল,
- নীরবতা যত জটিল হয়, কথা আজও সহজ সরল।
- ৫. হে আমার মানুষ- রঙ্গিনী,
- তুমি যেন অনন্ত যৌবনা, চিরন্তন কামনার সঙ্গিনী।
- ৬. স্বপনে পাইয়া তোমায় স্বপনে হারাই বারে বারে,
- হলে না প্রদীপ, আসনি গো তুমি আমার ভাঙ্গা ঘরে।
- ৭. রুপে রুপে অপরূপা খুঁজেছি তোমায়,
- পবন এর যবনিকা যত করি ভুল, তত যেন বেড়ে যায়।
- ৮. উদ্বেলিত হৃদয়ে মোর অনন্ত যৌবন ক্ষুধা, উদগ্র কামনা-
- তবুও যে পরেছি শৃঙ্খল একাকীর আরাধনা।
- ৯. অনেক ছিল বলার- যদি সেদিন ভালবাসতে,
- পথ ছিল গো চলার- যদি দ্বীপ্রহরে আসতে।
- ১০. আজকে মহাসাগরের স্রোতে চলেছি যে দূরের পথে,
- ঝরা পাতা হারায় যথা মন আঁধারে ভাসাতে।
- ১১. ভাব বিলাসী অপরুপ সে দুরন্ত,
- বাঁধনহারা মন সদা তার উড়ন্ত।
- ১২. গুঞ্জরে সে মৌ মক্ষীর গুঞ্জনে,
- সে ফুলের সাথে ফোটে- ঝরে পরাগ হয়ে অঙ্গনে।
- ১৩. ধরা তারে ধরতে নাহি দেয় ঘরের প্রদীপ দিয়ে,
- সে শিশির হয়ে কাঁদে খেলে পাখির পালক নিয়ে।
- ১৪. আমার প্রিয়তমা সে যেন এক রঙিন প্রজাপতি,
কখনো তার ফুলের দিকে মতি-
তো কখনো ভুলের দিকে গতি।
হাওয়ায় চিঠি আসে। ফের ভাঙে মন-
পাখিকে পিওন ভাবি। তোমাকে উঠোন…
আরএম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url