কবিতার লাইন ক্যাপশন



কবিতার লাইন ক্যাপশন

  • ১. প্রেম ধীরে মুছে যায়,
  • নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।
  • ২. ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী,
  • আমারে সোনার ধানে গিয়েছে ভরি।
  • ৩. আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস
  • মহাপ্রলয়ের আমি নটরাজ আমি, সাইক্লোন আমি ধ্বংস।
  • ৪. এক বালিশ ঘুম জমে আছে চোখে মেঘের গালে টোল,
  • নীরবতা যত জটিল হয়, কথা আজও সহজ সরল।
  • ৫. হে আমার মানুষ- রঙ্গিনী,
  • তুমি যেন অনন্ত যৌবনা, চিরন্তন কামনার সঙ্গিনী।
  • ৬. স্বপনে পাইয়া তোমায় স্বপনে হারাই বারে বারে,
  • হলে না প্রদীপ, আসনি গো তুমি আমার ভাঙ্গা ঘরে।
  • ৭. রুপে রুপে অপরূপা খুঁজেছি তোমায়,
  • পবন এর যবনিকা যত করি ভুল, তত যেন বেড়ে যায়।
  • ৮. উদ্বেলিত হৃদয়ে মোর অনন্ত যৌবন ক্ষুধা, উদগ্র কামনা-
  • তবুও যে পরেছি শৃঙ্খল একাকীর আরাধনা।
  • ৯. অনেক ছিল বলার- যদি সেদিন ভালবাসতে,
  • পথ ছিল গো চলার- যদি দ্বীপ্রহরে আসতে।
  • ১০. আজকে মহাসাগরের স্রোতে চলেছি যে দূরের পথে,
  • ঝরা পাতা হারায় যথা মন আঁধারে ভাসাতে।
  • ১১. ভাব বিলাসী অপরুপ সে দুরন্ত,
  • বাঁধনহারা মন সদা তার উড়ন্ত।
  • ১২. গুঞ্জরে সে মৌ মক্ষীর গুঞ্জনে,
  • সে ফুলের সাথে ফোটে- ঝরে পরাগ হয়ে অঙ্গনে।
  • ১৩. ধরা তারে ধরতে নাহি দেয় ঘরের প্রদীপ দিয়ে,
  • সে শিশির হয়ে কাঁদে খেলে পাখির পালক নিয়ে।
  • ১৪. আমার প্রিয়তমা সে যেন এক রঙিন প্রজাপতি,
কখনো তার ফুলের দিকে মতি-
তো কখনো ভুলের দিকে গতি।
হাওয়ায় চিঠি আসে। ফের ভাঙে মন-
পাখিকে পিওন ভাবি। তোমাকে উঠোন…

-কাব্যিক ক্যাপশন বাংলা

দূর পাহাড়ে নিঃস্ব ছেলে। কান্না কেবল লোকায়
বৃষ্টিভরা এক মেঘের কাছে। শান্ত উপত্যকায়…
একবালিশ ঘুম জমে আছে চোখে। মেঘেদের গালে টোল…
নীরবতা তো জটিল হয় স্রেফ। কথা আজও সহজ, সরল…
মন থেকে মন যাচ্ছে দূরে। একলা হওয়ার পরও…
তবু এ হৃদয়েই চাইছি তোমার জরুরি অবতরণ…
হারের কাছে ক্ষত সে। জেদের কাছে খতরা…
অপমানের গায়ে লেগে থাকা বিষণ্ণ ছত্রাক…
তোমার মতোই শান্ত। তোমার মতোই তার জেদ-
হঠাৎ তোমায় কুড়িয়ে পেয়ে স্মৃতির খননকার্যে…
স্মৃতির আঙুল ছুঁড়ে ফেলে ব্যথাদের ঝিলে,
এসো আজ নৈশভোজ সারি ঘুমের টেবিলে।
পারাপার করে বহু লোক। এই মন দূর থেকে সাঁকো।
এ শহরের গন্ধ মেখে ছুটে যায়, যাকে তুমি ‘ট্রাম’ বলে ডাকো।
দুচোখের ক্ষত ঢেকে থেমে যাওয়া ঝড়।
যদি না ফিরেই আসে। বৃথা এ অবসর।
জানিনা কিসের এই টান। এ কোনো ম্যাজিক তো নয়
সব স্মৃতি মুছে ফেলি। তবু অতীত আজও বিস্ময়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আরএম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url