টাকা নিয়ে কিছু কষ্টের কথা
মানুষের জীবনে একটি চরম বিপর্যয় হলো বেকারত্ব কিংবা অর্থহীনতা।জীবন যাপনের জন্য অর্থের প্রয়োজনীয়তা অপরিসীম।নিজের অসহায়ত্ব আর খারাপ সময়গুলোয় খালি পকেট একটি বিশাল বাস্তবতা।চলার পথে ভালো খারাপ নানান ওঠাপড়া আসে।তবে একজন ব্যক্তি সবচেয়ে বেশি অসহায় বোধ করে যখন অর্থনৈতিকভাবে দৈন্যতার শিকার হয়।
একটি বিখ্যাত প্রবাদ হলো -"ক্ষুধার্ত পেট আর একটি খালি পকেট যা শিক্ষা দেয়, পৃথিবীতে কোন বিদ্যালয় শিক্ষা পাওয়া যায় না "। কাজেই বাস্তবিকতা আর পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন।
সূচনা
ক্ষুধার রাজ্যে যেমন পৃথিবী অচল তেমনি খালি পকেটে জীবন অসহায়। মানবিক চাহিদা পূরণে, উন্নত জীবন যাপনে অর্থ প্রভাব বিস্তারকারী একটি বিষয়। একজন দায়িত্বশীল মানুষ তার জীবদ্দশায় অর্থনৈতিক কর্মকাণ্ডের পিছনে পরিচালিত করে। জীবনের শেষাংশে অর্জিত সম্পদের সুফল ভোগ করে। পৃথিবীর চিরায়ত নিয়ম পুরুষ সবসময় অর্থনৈতিক উপার্জনের পেছনে সিংহভাগ সময় ব্যয় করে।
নারীকে তার সৌন্দর্য দিয়ে মাপা হয় তাহলে পুরুষকে মাপা হয় তার অর্থনৈতিক সাফল্যের দিক দিয়ে। তাই অর্থ উপার্জনে পুরুষের বিকল্প পথ নেই। একজন মানুষ তার জীবনের সবচেয়ে দুঃসময় পার করে খালি পকেটে। এ সময় তাকে জীবন সম্পর্কে ভালো ধারণা দেয়। জীবনের বিপদাপন্ন সময়ে অভিজ্ঞতাকে খুব কাছ থেকে গ্রহণ করবার সুবিধা হয়।
দুঃখ কেবল জীবনকে উপলব্ধি করতে শেখায় না বরং নিজের জন্য উপকারী এবং প্রয়োজনীয় মানুষগুলোকে চিনতে সাহায্য করে। প্রত্যেকটি সম্পর্ক কিংবা পরিণতির পূর্বেই জেনে নেয়া উচিত আপনি তার কাছে প্রয়োজন নাকি অগ্রাধিকার। যদি আপনার উত্তর দ্বিতীয়টি হয়ে থাকে মানে অগ্রাধিকার তবে সম্পর্কে কোন উচিত। সম্পর্ক দুটি সমান্তরাল ভারসাম্যের উপরে নির্মিত।
উভয়পক্ষের সমান সাড়া দিলেই কেবল একটি সম্পর্ক সামনের দিকে অগ্রগতিতে রূপ নিতে দেখা যায়। যখন আপনি খালি পকেটে জীবনের দুঃসময় পার করেন তখন সান্তনার জন্য সর্বপ্রথম নিজের অবস্থাকে উপলব্ধি করা জরুরি। জীবনে খারাপ সময় গুলো খুব বেশিদিন স্থায়ী হয় না। তবে ধৈর্য আর সাহস রেখে এগিয়ে যেতে হয়।
জীবনে ওঠা পড়া ভাই ঝড়ের সময় যে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে শেষ হাসি সেই হাসে। তাই অর্থনৈতিক পথ খুঁজতে থাকা এবং নিজের খারাপ সময়কে উপলব্ধি করা বুদ্ধিমানের কাজ। তবে তার চেয়ে উৎকৃষ্ট হলো পথ খুঁজে শেষ পর্যন্ত টিকে থাকা।চলুন আলোচনা নিয়ে পড়বে জেনে নেওয়া যাক, খালি পকেট সম্পর্কে কিছু মূল্যবান তাৎপর্যপূর্ণ কথা। যেগুলো আপনার জীবনকে নতুনভাবে চিনতে এবং আপনার অভিজ্ঞতাকে নতুনভাবে সন্নিবেশিত করবে। জীবনের পরতে পরতে লুকিয়ে আছে শিক্ষা। যারা এই অভিজ্ঞতাকে কাজে লাগায় তারা সফলকাম হয়।
খালি পকেট নিয়ে উক্তি
খালি পকেট নিয়ে জ্ঞানীব্যক্তি ও অভিজ্ঞতা সম্পন্নরা বিভিন্ন সময়ে নানান অভিজ্ঞতার কথা লিখেছেন।শূন্য পকেটে পৃথিবীতে একজন মানুষ অসহায় বোধ করে। জীবনযাপনের নানান প্রতিবন্ধকতা নেমে আসে। হলে জীবন যাপনের নানা ক্ষেত্রগুলো সংকুচিত হয়ে আসে এবং কার্য ক্ষমতা নষ্ট হয়ে যায়। জীবনকে সঠিক ভাবে যাপন করতে গেলে অর্থের বিকল্প নেই।
যারা সময়ে অর্থ আয় করে তারা পরাস্ত হয় না। জীবনে বেশিরভাগ সময় অর্থ উপার্জনের পিছনে খাটালে জীবন সুন্দর হয়। প্রতিমুহূর্তে বাঁচার আনন্দ অনুভব করতে গেলে রোজগার করার প্রয়োজন। চলুন, খালি পকেট নিয়ে কিছু উক্তি দেখে নিই।যেগুলো হতে পারে আপনার প্রেরণা। তাছাড়া অন্যকে উপদেশের বেলায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার ইত্যাদি কর্মের জন্য এটি জরুরী।জীবনে নিজের অর্থের উপরে যার নিয়ন্ত্রণ নেই, তাকে পুরো জীবন অর্থাভাবের মধ্যে কাটিয়ে দিতে হবে।
- একজন মানুষ তখনই স্বাধীন হয় যখন তার অর্থ ব্যয়ের ব্যাপারে সচেতন হয়। নিজের ভবিষ্যৎ ভাবনায় অর্থকে বাঁচিয়ে রাখা তার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা।
- একটি ক্ষুধার্ত পেট, খালি পকেট মানুষকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে তা পাওয়া যায় না।
- জীবন অন্ধকারে হারিয়ে যেতে পারে যদি তুমি সঠিক সময়ে অর্থের তালাশে বের না হও।
- সবাই তোমাকে অনেক উপদেশ দেবে, কিন্তু কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করবে না। বিধায়, সমালোচনাকে পরোয়া না করে নিজের আয় রোজগারের দিকে মনোযোগ দাও।
- টাকা পয়সা হয়তো সুখের মূল নয়, তবে সুখের কারণও বটে। এটা উপলব্ধি করা যায় শূন্য পকেটে।
- একজন মানুষের সফলতা মাপা হয় তার অর্থনৈতিকতার মানদণ্ড দিয়ে। আপনার টাকা না থাকলে আত্মীয়-স্বজন, স্ত্রী, বন্ধুবান্ধব কারোরই প্রিয়জন হতে পারবেন না।
- অধরা যত স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া সবই পূর্ণতা লাভ করে অর্থ প্রাপ্তির মাধ্যমে।
- একটি সুন্দর ও পরিপাটি জীবন উপভোগ করতে চাইলে উপযুক্ত সময়ে অর্থ উপার্জনে মননিবেশ করা উচিত।
- যখন আপনারা খালি পকেট থাকবে জীবনকে কাছ থেকে দেখার ব্যাপক অভিজ্ঞতা অর্জন করবেন। কাছের দূরের মানুষকে চিনবার সঠিক সময় তখনই।
- অর্থ কেউ দেবে না, অর্থ উপার্জনের পরামর্শটা দিবে। শেষমেষ আপনাকে সে পথে হাঁটতে হবে। তবে দেরি কিসের।
- খালি পকেটে পৃথিবী বিভৎস,নিজের জীবন অচল আর দুর্বিষহ হয়ে ওঠে।
- যদি সুখ পেতে চাও তবে তর্কে না জড়িয়ে অর্থ আয়ে জড়াও।বেতনে মনোযোগ না দিয়ে, অভিজ্ঞতাকে মূল্যায়ন করো।
- খালি পকেটে চারপাশ শূন্যতায় ঘেরা।যখন আপনি আয় করবেন তখন আপনি থাকবেন পূর্ণ,মনোযোগের কেন্দ্রবিন্দুতে।
টাকা নিয়ে কিছু কষ্টের কথা
টাকা কেবলই একটি নিছক কাগজে নোট নয়। টাকার অসম্ভব বিনিময় শক্তি রয়েছে। পুরো বিশ্বে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে টাকার প্রবর্তন করা হয়েছিল। টাকাপৃথিবীতে প্রয়োজন পূরণে বড় ভূমিকা রাখে।টাকা নিয়ে কিছু কষ্টের কথা। যেগুলো আপনার জীবনের সাথে মিলে যেতে পারে। হতেও পারে আপনার জন্য সান্তনা কিংবা প্রেরণার।
- টাকা যেমন জীবনকে গুছিয়ে দেয় তেমনি ধ্বংসও করে। তাই আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় করা উচিত।
- পৃথিবীতে তারা বেশি ধনী যাদের শান্তি নেই।
- জীবনের বহু অভাব টাকার কারণে ঢেকে যায়। মানুষের সামান্যতম অভাবেরও সঙ্গী হয় টাকা।
- যখন টাকা থাকবে না তখন জীবনে চারপাশটা কেমন খালি খালি লাগবে। সব মানুষই দূরে সরে চলে যাবে।
- টাকা সব সুখের মূল নয় তবে সব সুখের কারণ। টাকা দিয়ে অভাব দূর হয় আর সুখ ফিরে আসে।
- টাকা যদি আপনার প্রয়োজনের সময় কাজে আসে তবে আপনি সুখী। আর টাকা যদি আপনাকে বেশি চিন্তিত করে তবে আপনি জগতের মহাঅসুখী।
- টাকা যদি আপনার আদেশে চলে তবে আপনি টাকাও স্বাধীনতা দুটোই পাবেন। আপনি যদি টাকার কথা মত চলেন তবে আপনি সবকিছু হারাবেন।
- আপনি যখন বড় ঝুঁকি নিতে সক্ষম হবেন তখনই কেবল টাকা আপনার পেছনে ঘুরবে।
- ধনী হওয়ার সবচেয়ে ভালো উপায় হল মিতব্যয়ী হওয়া।
- যখন ধনী ব্যক্তিদের সম্পর্কে আলোচনা শুনবেন তখন তাদের প্রতি ঈর্ষান্বিত হবে না। তাদের পরিশ্রমের ব্যর্থতা থেকে শিক্ষা নিও তবেই দরিদ্রতার অবসান হবে।
- নিজের আত্মবিশ্বাসের প্রতি সমর্থন, জেদ আর পরিশ্রমী হলেই কেবল টাকা অর্জন করা সম্ভব।
- নিজের দক্ষতার উপর জোর দিতে হবে, শত প্রতিকূলতা সত্বেও তবেই অর্থ কষ্ট ঘুচবে।
- যখন আপনি টাকা ছাড়া কষ্টে দিন পার করেন তখন কেউ আপনার সঙ্গী হয় না। আর আপনার টাকা থাকলে বন্ধুর অভাব হয় না।
- দুনিয়ার একটি কঠিন বাস্তবতা হলো মানুষ সবকিছু দিতে রাজি থাকলেও টাকা ছাড়তে রাজি নেই।
- খারাপ সময় আসার পূর্বেই টাকা পয়সা জমিয়ে রাখুন।
- যতদিন না নিজের ভেতরের আশা আকাঙ্ক্ষা, পাওয়া না পাওয়ার উপরে আপনি নিয়ন্ত্রণ নিতে পারছেন ততদিন আপনি দরিদ্র, অভাবী,অসুখী থাকবেন।
বাবার টাকা না থাকলে উক্তি
বাবা হল একজন সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও যোগ্য মানুষ। একটা সন্তান তার চোখের সামনে একটি আদর্শ দেখে যদি বড় হয় তবে সেটা তার পিতা। জীবনে একজন সন্তানের কিছু করবার আকাঙ্ক্ষা, প্রেরণা কিংবা সত্যি হলো তার পিতা। জীবন জীবনের নিয়মে চলে তবে সেখানে জীবনের দৌড় এগিয়ে দিতে পিতার হাড়ভাঙ্গা পরিশ্রম বহুলাংশে দায়ী।প্রাথমিক জীবনে সন্তান পিতার টাকায় আরাম আয়েশ করলেও পরবর্তীতে নিজে যখন ভার
বহন করে তখন বুঝতে পারে জীবন কতটা কঠিন। যারা ধনী পরিবারের সন্তান তারা খুব বেশি বেগ পায়না। তবে যারা সংগ্রামী জীবনের মধ্যে দিয়ে বড় হয় তারা জানে পিতা যদি অভাবী হয় তবে জীবনের কি যাতনা। এ জগতে সেই সন্তান দুঃখী, বলতে পারি প্রচন্ড রকমের দুঃখী যার বাবা নেই অথবা বাবার টাকা নেই। তার ভবিষ্যৎ যেমন অনিশ্চিত তেমনি তার আয় উপার্জনও সীমিত।
বাবার টাকা না থাকলে কিছু উক্তি
- পিতৃহীন সন্তান যেমন অভাগা তেমনি যে বাবার টাকা নেই সে সন্তানও তারই সমতুল্য।
- এই দুনিয়ায় একজন পিতার উচিত সন্তানের জন্য অর্থ উপার্জন করে রেখে যাওয়া। পিতার চলে যাওয়া হয়তো তাকে ব্যথিত করবে কিন্তু পিতা যদি অর্থ না রেখে যায় তবে পুরো জীবনে সে তার পিতাকে দোষারোপ করবে।
- স্বার্থের পৃথিবীতে বাবা না থাকা অনেক দুঃখের কষ্টের, তবে পৃথিবীর নিয়মের সে শোক সন্তান সইতে পারবে তবে জীবন চালাতে গিয়ে সে হিমশিম খেয়ে যাবে।
- প্রত্যেক বাবাই চায় তার সন্তান হাসিখুশি থাকুক। তাই বাবার টাকা সন্তানের ভবিষ্যতের জন্য সুরক্ষা কবে হিসেবে উপকারে আসে।
- এখন বুদ্ধিমান বাবা তার সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য নিজের জীবন ব্যয় করেও তা রেখে যায়।
- সন্তানের ভবিষ্যৎ নিরাপদ করায় প্রত্যেক পিতার উচিত হলো তার উপার্জনের একটি অংশ সন্তানের কল্যাণের জন্য রেখে যাওয়া।
- পিতার টাকা না থাকলে সেই সন্তানের পুরো জীবন কষ্টের মধ্য দিয়ে যায়।
- শূণ্য হাতে শুরু করতে হয়, অনেক কষ্ট, দুঃখে এগিয়ে যেতে হয়। বাবার টাকা না থাকার অসহায়ত্ব সন্তানের জীবনে গভীর প্রভাব ফেলে।
স্বার্থপর টাকা নিয়ে স্ট্যাটাস
স্বার্থপরতা মানুষের জীবনের চরম বিপর্যয়ের একটি আচরণ। টাকা মানুষকে স্বার্থপর এবং ভীত করে তোলে। অন্যরা যেখানে উদার হয়ে বাঁচে একজন টাকা ওয়ালা মানুষ এখানে প্রতিদিন নিজেকেই লুকিয়ে রাখে। অন্যদের চাইতে আলাদা আড়াল করতে চায়। নিজের খুশি এবং ব্যক্তিত্বের অর্জন কোন কিছুই সেভাবে ব্যক্ত করতে সক্ষম হয়ে ওঠে না। এত বড়তা নিজের জীবনকে এমন এক নিঃসঙ্গতা এবং
একাকীত্বে উপনীত করে যে ব্যক্তি জীবন থেকে বহু দূর সরে যায়। স্বার্থপর ব্যক্তিকে কেউ পছন্দ করতে পারে না কারণ সব সময় সে নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকে। যেটি মানব জন্মের লক্ষ্য এবং উদ্দেশ্যের সম্পন্ন বিপরীত। জীবনে শুধু নিজের বাঁচার নামই জীবন নয় পরের কল্যাণে নিজেকে উৎসর্গ করার যে মানবিক আদর্শ ও গুণ ধারণ করা উচিত। তা মানুষের স্বার্থপরতার মাধ্যমে বিলীন হয়ে যায়।
- স্বার্থপরতা এক ধরনের মানসিক ব্যাধি, টাকা পয়সা আধিক্য মানুষকে অধিক হিসেবে আর স্বার্থপর করে তোলে।
- সজ্জন ব্যক্তি জীবনে বিনয়কে বাঁচিয়ে রাখে আর দুর্জন ব্যক্তি অর্থ পেলে নিজেকে অহংকারী আর স্বার্থপর করে গড়ে তোলে।
- স্বার্থপর ব্যক্তির পরিণতি হল জীবনে অনেক টাকা থাকা সত্ত্বেও মানুষের সাহায্য সহযোগিতা আর ভালোবাসা পাবেনা।
- স্বার্থপর ব্যক্তি আর সমাজ এটা আলাদা মেরুতে অবস্থান করে। দুইয়ের মধ্যে সংযোগ সমন্বয় ঘটে না। তাই এরা সর্বজন কর্তৃক পরিত্যাজ্য।
- সমাজের স্বার্থপর ব্যক্তি কে সকালে ঘৃণা করে। যারা পরের কল্যাণের জন্য ভাবে না তাদের মানব জন্ম বৃথা।
- পৃথিবীর সব সুখ টাকার ভেতরে থাকে না। টাকার চিন্তা মানুষকে অসুখী করে তোলে। প্রয়োজন মত সীমিত টাকা থাকা দরকার, আর না হলে প্রয়োজনকেই সীমিত করে রাখতে হবে।
- স্বার্থপরতার ব্যাধি যদি কারো ভিতরে থাকে তবে তা পরিত্যাগ করা উচিত। যার টাকা নেই সে একদিন ঠিকই টাকা পেয়ে যাবে। কিন্তু সুন্দর আচরণ মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ।
- জীবনে একটু টাকা পয়সা কম থাক, শান্তি থাক, স্বার্থপরতা বিলিয়ে যাক, মানুষের কাছাকাছি আসার মানুষের সাহায্য সহযোগিতা পাওয়ার বাসনা কামনা তৈরি হোক।
টাকা আর ভালোবাসা নিয়ে উক্তি
টাকা ও ভালোবাসা এটা আলাদা বিষয়। যে জীবনের সবকিছুতে টাকাকে প্রাধান্য দেয় তার জীবনে ভালোবাসা অর্থহীন। পৃথিবীতে ভালোবাসা অসহায় হয়ে পড়ে টাকার কারণে। হতে পারে টাকা যদি না থাকে কিছু অভাব বাসা বাঁধবে, ভালোবাসা কমে যেতে পারে, নিঃশেষ হয়ে যেতে পারে। কিন্তু যারা টাকার চাইতে ভালোবাসা কি অধিক প্রাধান্য দেয় তারা জানে প্রকৃত সুখ কোথায়।
আপনি যখন বিপুলসংখ্যক টাকার সন্ধানে বেরিয়ে ব্যর্থ হন তখন আপনার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয়। নিজের চাওয়া পাওয়া গুলোকে মূল্যায়ন করুন নিজের অর্থের সীমাবদ্ধতার ভিতর।টাকা ও ভালোবাসা কিভাবে কাজ করে চলুন কিছুটা জেনে নেওয়া যাক। হতে পারে আমাদের জীবনের সেরা শিক্ষার জন্য সময় হতে পারে এটি।
- পৃথিবীতে দুটি মতবাদের মানুষ আছে। একটি বিশ্বাস করে সুখ ব্যক্তির ইচ্ছার উপরে নির্ভর করে। আপনি যেভাবে চাইবেন সেভাবে সুখে থাকতে পারেন। আরেক দল বিশ্বাস করে টাকাই সব। তারা সত্যিকার অর্থেই অসহায়, অসুখী।
- ভালবাসলে টাকার প্রয়োজন আছে। ছোট ছোট অভাব গুলো অভিমানের কারণ হতে পারে। তাই সাথে অনুযায়ী অভাব দূর করতে টাকার বিকল্প নেই।
- যখন আপনি টাকা টাকা করে নিজের জীবন শেষ করে দিচ্ছেন। তখন আপনার প্রিয়জনের জন্য সময় বের করায় আপনার জন্য কষ্টকর। তাই নিজের জীবনকে চাওয়া পাওয়ার কাছে সঁপে দেওয়া যাবে না।
- ভালোবাসা ও টাকা একটি অন্যটির পরিপূরক। একটি ছাড়া অপরটি মূল্যহীন।
- টাকাকে বেশি প্রাধান্য দিয়ে নিজের ভালোবাসার জন্য সময় দেবার কথা ভুলে যাবেন না। বরং যেটুকু সময় দিবেন আন্তরিক হয়ে নিবেদন করুন।
- যারা ভালোবাসার ক্ষেত্রে টাকা কে প্রাধান্য দেয় তাদেরকে এড়িয়ে চলুন। হতে পারে ভুল মানুষের সাথে কথাটা চেয়ে একা থাকা ভালো।
- আপনার প্রয়োজন মাফিক অর্থ আয় করুন, তবে ব্যয়ের বেলায় সাবধান থাকবেন। হাত খুলে ব্যয় করবেন না। আগামীর জন্য বাঁচিয়ে রাখুন। কোথাও না কোথাও কখনো না কখনো সেটি কাজে দেবে।
টাকা নিয়ে উক্তি ইংরেজিতে
টাকার একটি অসম্ভব শক্তি রয়েছে। জগতের অনেক কিছুই নির্ধারণ করে টাকা। টাকা ছাড়া মানবিক চাহিদার কোন কিছুই পূরণ হয় না। জীবনকে চালিত করতে গেলেই অথবা জীবন যাপনের সর্বোচ্চ সুখ অনুভব করতে হলে টাকাকে বাদ দিয়ে জীবন কল্পনা করা অসম্ভব। তবে একটা কথা মাথায় রাখতে হবে টাকার চিন্তা আপনাকে যেন অসুখী না করে।
চলুন আলোচনার এ পর্বে জেনে নিই টাকা সম্পর্কে কিছু ইংরেজি উক্তি -
- Money is the second god on earth.which is determined how or what you have deserve.
- It's a very crucial time when a man goes through with a crisis of money. He should better know how looks life from his side.
- A man is more successful when he is established yourself as a money maker.
- As a family man you should earn enough money then you have a good father, a good husband or a good Successful man.
লেখকের মন্তব্য
প্রিয় পাঠকবৃন্দ, টাকা পয়সা পৃথিবীতে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। আমরা চাইলে এই বিষয়টিকে এড়িয়ে যেতে পারবো না। মানুষের জীবনের সাথে সম্পৃক্ততা রয়েছে এটির। প্রয়োজনের জন্য এদিকে ব্যয় এবং আয়ের ব্যাপারে সময়মত সচেতন থাকাটা জরুরী।
আরএম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url