বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস

বাবা হলো সন্তানের কাছে সত্যিকারের হিরো। পৃথিবীতে সেই কেবল উপলব্ধি করতে পারে যার বাবা নেই। যার বাবা নেই তার মাথার উপরে কোন ছাদ নেই। এ পৃথিবীতে যারা বাবা হারিয়েছে তারা নিঃস্ব। তারা জানে পৃথিবীতে এই মানুষটার কতটা প্রয়োজন।
বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস

ভূমিকা

মা বাবা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় উপহার। যার বাবা নেই সে হতভাগা।বাবা হারা একজন মানুষ অসহায়ত্ব বুঝতে পারেন।১.বাবাকে নিয়ে স্ট্যাটাস বাংলাবাবাকে নিয়ে অল্প কথায় বর্ণনা করা সম্ভব নয়। বাবা এমন এক বিশালতার নাম যার অকৃত্রিম মায়ার কাছে দুনিয়ার সমস্ত কিছুই তুচ্ছ মনে হয়।

বাবাকে নিয়ে কিছু স্ট্যাটাস

  • বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা।
  • এক জীবনে বাবা তুমি যথেষ্ট নয়।
  • তোমার স্নেহমাখা সোহাগের বড্ড লোভী আমি।
  • বাবা কতদিন দেখিনা তোমায়, কেউ বলে না তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়।
  • তুমি ছিলে সব ছিল, আজ বাবা তুমি নেই কিছু নেই।
  • কেমন করে সইবো আমি তুমি হারা শোক।
  • বাবা তুমি আদর করে ডাকতে সোনামণি,তুমি নেই শূন্য আজি বৃথা হৃদয়খানি।
  • ভালো মন্দের এই জগতে তুমি আমার হিরো, প্রতি পদের অনুসরণ করি বাকি সবই জিরো।
  • সংসারের দুঃসময়ে যে হাল ধরে সে বাবা, যদি বৃষ্টিতে ভিজে দু'মুঠো ভাত তুলে দেয় মুখে সেই বাবা।
  • দুনিয়াতে সব ভুলে যাওয়া সহজ, শুধু ভোলা যায় না বাবাকে।
  • আপনি হয়তো চেষ্টা করলে যা খুশি হতে পারেন, তবে একজন বাবা হতে পারবেন না।
  • নিজেকে বল বাবা হলেই পিতৃত্বের মানে বোঝা যায়।
  • যেখানে আপনার জন্য আর কেউ অপেক্ষা করে না, মনে রাখবেন সেখানে আপনার বাবা আছে।
  • পাশে থেকে কেউ যদি সাহস জোগাতে পারে তা হলো বাবা।
  • আপনি যদি মনে করেন আমি কতটা পরিশ্রমী হবো, তাহলে বাবাকে দেখে শিখতে পারেন।
  • এ পৃথিবীর কেউ না থাকতে কিছু যাবে আসবে না, তবে বাবা থাকলে পুরো পৃথিবী জয় করা যায়।
  • আপনার লড়াই সংগ্রামে সবার আগে যে মানুষটি সমর্থন দেয় তিনি বাবা।
  • জীবনে কোন লাভ ক্ষতি হিসাব না করেই অবলীলায় আপনাকে সমস্ত শ্রম বিলিয়ে দিচ্ছেন এক মহান চরিত্র বাবা।
  • আমার দেখা সবচেয়ে সৎ মানুষ হলো আমার বাবা।
  • প্রত্যেক বাবা তার সন্তানের কাছে সততার মূর্ত প্রতীক।
  • বাবা তুমি আমার বাঁচার সবটুকু সত্যি।
  •  যদি কখনো বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলেন তবে বাবার মুখখানি মনে করুন।
  • বাবা নামের মহত্বটা মহাকাব্যের চেয়েও বিশাল।
  • বাবা হীন পৃথিবী অন্ধকার।
  • আরে ধন সম্পদ না থাকলে গরিব নয় তবে বাবা হারালে সে সবচেয়ে গরিব।
  • বাবা হলো বট গাছের ছায়া যা নিরাপদ ও শীতল।
  • বাবা তুমি ছাড়া পৃথিবীর সবাই স্বার্থপর।
  • বাবা তোমায় কতটা ভালোবাসি বলা বলা হয়নি।
  • কোন আবদার বৃথা যায় না তোমার কাছে।
  • তুমি আমার কাছে ম্যাজিক ম্যান ছিলে।
  • কোন আশা অপূর্ণ রাখনি, কি করে পারতে?
  • বাবা হীন পৃথিবীতে বেঁচে থাকা কষ্টের।
  • যে নামে ডাকলে হৃদয় শীতল হয়ে যায় "বাবা"।

I miss you মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস

আমরা যখন প্রিয় বাবাকে অনেক মিস করি তখন কি লিখে বা মুখে বলে নিজেদের ভালোবাসা ব্যক্ত করবো বুঝতে পারি না।আর যদি সে বাবা মৃত হয় তবে তো চোক সামাল দেবার শক্তি আমাদের শেষ হয়ে যায়।নিজে সান্তবনা দেবার সমস্ত আশা নষ্ট হয়ে যায়।তাই এমনই কিছু আবেগঘন মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস নিচে দেওয়া হলো:
 এ পৃথিবীর কেউ না থাকতে কিছু যাবে আসবে না, তবে বাবা থাকলে পুরো পৃথিবী জয় করা যায়।
আপনার লড়াই সংগ্রামে সবার আগে যে মানুষটি সমর্থন দেয় তিনি বাবা।
জীবনে কোন লাভ ক্ষতি হিসাব না করেই অবলীলায় আপনাকে সমস্ত শ্রম বিলিয়ে দিচ্ছেন এক মহান চরিত্র বাবা।
  1. আমার দেখা সবচেয়ে সৎ মানুষ হলো আমার বাবা।
  2.  প্রত্যেক বাবা তার সন্তানের কাছে সততার মূর্ত প্রতীক।
  3. বাবা তুমি আমার বাঁচার সবটুকু সত্যি।
  4.  যদি কখনো বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলেন তবে বাবার মুখখানি মনে করুন।
  5.  বাবা নামের মহত্বটা মহাকাব্যের চেয়েও বিশাল।
  6.  বাবা হীন পৃথিবী অন্ধকার।
  7.  আরে ধন সম্পদ না থাকলে গরিব নয় তবে বাবা হারালে সে সবচেয়ে গরিব।
  8.  বাবা হলো বট গাছের ছায়া যা নিরাপদ ও শীতল।
  9.  বাবা তুমি ছাড়া পৃথিবীর সবাই স্বার্থপর।
  10. বাবা তোমায় কতটা ভালোবাসি বলা বলা হয়নি।
  11. কোন আবদার বৃথা যায় না তোমার কাছে।
  12. তুমি আমার কাছে ম্যাজিক ম্যান ছিলে।
  13. কোন আশা অপূর্ণ রাখনি, কি করে পারতে?
  14. বাবা হীন পৃথিবীতে বেঁচে থাকা কষ্টের।
  15. যে নামে ডাকলে হৃদয় শীতল হয়ে যায় "বাবা"।

বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস

বাবা জগতের অমূল্য রতনের একটি।তিনি দূরে গেলে কেবল উপলব্ধি করা যায় তার মর্যাদা। বাবা পাশে না থাকলে তার শূন্যতা আমাদেরকে কাঁদায়। বন্ধুরা, শুধু জেনে নেব এমনই কিছু বাবাকে মিস করা স্ট্যাটাস।
  • বাবা নামের মহত্বটা মহাকাব্যের চেয়েও বিশাল।
  • বাবা হীন পৃথিবী অন্ধকার।
  • আরে ধন সম্পদ না থাকলে গরিব নয় তবে বাবা হারালে সে সবচেয়ে গরিব।
  • বাবা হলো বট গাছের ছায়া যা নিরাপদ ও শীতল।
  • বাবা তুমি ছাড়া পৃথিবীর সবাই স্বার্থপর।
  • বাবা তোমায় কতটা ভালোবাসি বলা বলা হয়নি।
  • কোন আবদার বৃথা যায় না তোমার কাছে।
  • তুমি আমার কাছে ম্যাজিক ম্যান ছিলে।
  • কোন আশা অপূর্ণ রাখনি, কি করে পারতে?
  • বাবা হীন পৃথিবীতে বেঁচে থাকা কষ্টের।

মৃত বাবাকে নিয়ে ইসলামিক উক্তি

পৃথিবীতে কেউ চিরকাল রয় না। সবাইকে একদিন চলে যেতে হয়। তবে আল্লাহ রাব্বুল আলামীন মৃত বাবাকে দোয়া করার কথা বলেছেন।তাই তিনি মৃত বাবার জন্য কোরআনের দোয়া শিখিয়েছেন -রাব্বির হাম হুমা কামা, রাব্বাইয়ানির সাগিরা।
মৃত বাবাকে নিয়ে ইসলামিক কিছু উক্তি -
  • বাবা তুমি আছো হৃদয়ে, তোমাকে আল্লাহর উপর সোপর্দ করলাম।
  • আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাত নসিব কর।
  • আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন।
  • বাবা দেখা হবে জান্নাতে।
প্রবাসী বাবাকে নিয়ে স্ট্যাটাস
নিজের সুখকে বিলিয়ে দিয়েই যে মানুষটি প্রবাসে দিনরাত পরিশ্রম করে চলেছে সেই মানুষটি বাবা। যখন বাবার কাছে থাকে না তখন আবদার করব কার কাছে। এভাবে জীবন বিষন্ন হয়ে ওঠে। চলুন প্রবাসী বাবাকে নিয়ে তেমনি কিছু স্ট্যাটাস দেখে নেয়া যাক।
  • হাজার মাইল দূরে আছো, নেই তো তোমার খোঁজ,
  • ঘাম ঝরিয়ে করছো কামায়,ভালো থাকি রোজ।
  • তোমার অর্জিত প্রতি ফোঁটা রক্তের বিনিময়ের ধন আমার ভালো থাকার কারণ।
  • বাবার সইতে পারি না, তোমার মুখ খানি খুব মনে পড়ে।
  • যত দূরে থাকো বাবা তুমি আছো হৃদয়ের মাঝে।
  • দূরত্ব যতই হোক বাবা রক্তের বন্ধন ছেঁড়া যাবে না।
  • কত উৎসব চলে যায়, কত ঈদ আসে যায়, তোমাকে না পাশে পাই, এ বেদনা কারে বিলায়।

বাবাকে নিয়ে স্ট্যাটাস পিক

বাবা হচ্ছে সন্তানের জন্য সেই পরম বন্ধু যে কিনা সমস্ত বিপদ আগলে নিশ্চিত করে সন্তানের ভবিষ্যৎ। হাড়ভাঙ্গা পরিশ্রম করেও কখনো ক্লান্ত হন না। সন্তানের মুখের হাসির জন্য লাগাতার পরিশ্রম করে যান। তেমন কিছু বাবাকে নিয়ে স্ট্যাটাস :-
  • যত দূরে থাকো বাবা তুমি আছো হৃদয়ের মাঝে।
  • দূরত্ব যতই হোক বাবা রক্তের বন্ধন ছেঁড়া যাবে না।
  • কত উৎসব চলে যায়, কত ঈদ আসে যায়, তোমাকে না পাশে পাই, এ বেদনা কারে বিলায়।
  •  বাবা নামের মহত্বটা মহাকাব্যের চেয়েও বিশাল।
  •  বাবা হীন পৃথিবী অন্ধকার।
  •  আরে ধন সম্পদ না থাকলে গরিব নয় তবে বাবা হারালে সে সবচেয়ে গরিব।

লেখকের মন্তব্য

সম্মানিত পাঠক, প্রবাসে, বাবা দূরে গেলে কিংবা মারা গেলে যে অনুভূতি দ্বারা বাবাকে ভালোবাসা প্রকাশ করা হয়। এমন কিছু স্ট্যাটাস সম্পর্কে আলোচনাটি লেখা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আরএম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url