মায়ের তুলনা মা নিজেই/মা নিয়ে স্ট্যাটাস
এই জগতে মায়ের মত আর কেউ নেই। তার মমতার কাছে হার মেনে যায় পৃথিবীর সব। এমনই এক মমতাময়ী মায়ার ঋণ কোনদিন শোধ করা যাবে না।
ভূমিকা
সন্তানের জীবনে সবচেয়ে বড় সম্পদই মা। মা হারা প্রত্যেক সন্তানই জানে কি সেই শূন্যতা, অপূর্ণতা। এমনও তো মনে হয় পৃথিবীতে যদি কিছু না থাকে মা থাকে সে ধনী। সন্তানের জন্য মায়ের দোয়া সবচেয়ে বেশি কার্যকর। তা জীবনে চলার পথে মায়ের দোয়া আশীর্বাদ একান্ত প্রয়োজন। তাই একজন সফল ব্যক্তির পেছনে সর্বপ্রথম তার মায়ের অবদান অনসীকার্য।
মা নিয়ে স্ট্যাটাস
মা হলে জগতের মনি,প্রাণের খনি, হৃদয়ের স্পন্দন, বাঁচার সবটুকু শক্তি বা প্রেরণা। যার জীবনে মা নেই সেই কেবল বোঝে মা হারানোর বেদনা। মা ডাকের মধ্যে যে মমতা, স্নিগ্ধতা, হৃদয়ের প্রশান্তি আছে তার কোথাও মেলে না। জগতের সব জায়গায় খুঁজলেও স্বার্থহীনভাবে এমন একজন মানুষকে পাওয়া যাবে না যে মায়ের সমতুল্য।সবাই ছেড়ে গেলেও মা পাশে থাকে। বিপদে আপদে মুখ লুকিয়ে কাঁদার একটা আচল মা। জীবনটা বিষন্ন হয়ে গেলে, অস্থিরতা কাজ করলে মায়ের সাথে কথা বললে সব সমাধান হয়ে যায়। তো বন্ধুগণ,
চলুন মাকে নিয়ে তেমন কিছু স্ট্যাটাস আপনাদের জন্য পেশ করা হলো
- মা তুমি জগৎজোড়া সোনার খনি বটে,তোমায় আমি ভালোবেসে রাখি হৃদয়পটে।
- মা তুমি দুই নয়নের আলো।
- এই ভবে সেই ধনী যার আছে মা।
- মায়ের আশির্বাদ সন্তানের জন্য মহাঔষধ।
- যখন মায়ের মুখটা দেখি পুরো চক্ষু শীতল হয়ে যায়।
- কেউ বলে না মগো তোমার মতো আয় খোকা বুকে আয়।
- সন্তানের জন্য সারা জীবনের একমাত্র উপার্জন তার মা।
- আমি গর্বিত যে আমার মা আছে।
- ওগো মা,তুমি এই ধরণীর শ্রেষ্ঠ নেয়ামত।
- মা তুমি আমার সারা জীবনের একমাত্র অর্জন।
- মায়ের মুখের হাসি সন্তানের জন্য প্রেরণা।
- ওই আকাশে তারায় তারায় তুমি আছো দুচোখ জুড়ায়।
- মা তুমি হৃদয়ের প্রশান্তি।
- মা ডাকে সবচেয়ে বেশি মমতা লুকায়িত।
- তোমার স্নেহের কোলের উষ্ণতা অনেক মিস করি।
- যেখানে সবাই পরাজিত সেখানে মা যোদ্ধা।
- সবাই চলে যাবে,ছেড়ে যাবে তবে কোন শর্ত বা স্বার্থ ছাড়া মা সবার আগে এগিয়ে আসে।
- হার না মানা এক যোদ্ধার নাম মা।
- সন্তানের তরে মা জীবন বাজি রাখে।
- এক স্বার্থহীন পরীক্ষিত সম্পর্কের নাম মা।
- মায়ের সাথে সন্তানের সম্পর্ক স্বর্গীয়।
- ওরে তারা রাতের তারা মাকে জানিয়ে দিস।অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না।
মা মানে কি
মাকে এক লাইনে বা অল্প কথায় প্রকাশ করা যাবে না।আকাশের মত হৃদয়,সাগরের ন্যায় মমতা যার আছে সে মা।মা হলো সন্তানের জন্য সুরক্ষা কবজ।বিপদের ঢাল।নারীত্বের সর্বোচ্চ অর্জন মাতৃত্ব।যা একজন মাকে পূর্ণতা দেয়।পৃথিবীতে নারীর সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় মাতৃত্বের কল্যানে।ত্যাগ আর সন্তানের প্রতি ভালোবাসা তাকে মা করে তোলো।
মা হারানোর স্ট্যাটাস
সব ক্ষতি কাটিয়ে ওঠা যায় কিন্তু মা হারালে আর মা পাওয়া যায় না।শিশু থেকে মানুষ করে তোলা অবধি যে মানুষটি নেপথ্যে নিঃস্বার্থভাবে পরিশ্রম করে সে মা।
বন্ধুগণ,চলুন জেনে নেয়া যাক মা হারানোর স্ট্যাটাস
- আজ মা হারিয়ে আমি নিঃস্ব।
- ওই আকাশে তারায় তারায় তুমি থাকো।
- মা তুমিহীন নির্ঘুম রাত আর কাটে না।
- জানি ঐ দূরের আকাশ থেকে তুমি দেখছো।
- তোমার আশির্বাদ মাথার উপর আছে।
- তোমার মতো হয়না কেউ ডাকে না ঐ মায়ায়।
- তুমিহীন পৃথিবী নিরস,অর্থহীন।
- তোমায় আমি সঁপে দিলাম ঐ বিধাতার কাছে।
- তোমার জন্য দুআ করি জান্নাতি হও।
- মা তুমি জান্নাত,তুমি নেই আমি হতভাগা।
- জান্নাতের সব সুখ তোমার হোক।
মায়ের তুলনা মা নিজেই
মা হলো সবকিছুর উর্ব্ধে একজন সত্ত্বা।সবাই ঘুমায় মা জেগে,রাত জেগে সন্তানের ঘুম পাড়ায়।নিজে না খেয়ে সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দেয়।সন্তান হাসলে মায়ের সুখ।ময়লা কাপড় কেঁচে দেয়।অসুখ হলে সেবা করে,বিপদ হলে সবার আগে ছুঁটে যায়।এত কাজের বিপরীতে কোনো প্রত্যাশা নাই।কোনো আশা নাই,কোনো স্বার্থ নাই।যা অন্য কারোর মাঝে পাওয়া যায় না।তাই মায়ের সাথে কারো উপমা বা তুলনা চলে না।তাই মায়ের তুলনা মা নিজেই।
মা শব্দের উৎপত্তি
মা ডাকের মত এত মমতা আর মধুরতা মিশানো কোন শব্দ পৃথিবীতে নাই। সন্তানের কাছে মা ডাক অত্যন্ত প্রিয়। সন্তানের যত আবদার সবকিছুই ঠাই পায় মা শব্দটির মাধ্যমে।একজন মায়ের কাছে সবচেয়ে আরাধ্য বিষয় হচ্ছে সন্তানের মুখে মা ডাকটি শোনা।যে নামের এত মাহাত্ম্য, এত বিশালতা । চলুন,আজকের আলোচনায় জেনে নেওয়া যাক মা নামের উৎপত্তি সম্পর্কে।মা শব্দটির উৎপত্তি ইংরেজি শব্দ mom থেকে। যা লাতিন শব্দ mamma থেকে এসেছে। এ mamma শব্দের অর্থ স্তন্যদান।আর মাতৃত্বের সবচেয়ে ভালো দিক হচ্ছে স্তন্যদান। আর এসব শব্দ থেকেই মা শব্দের উৎপত্তি।
মা ছেলের সম্পর্ক
এ পৃথিবীতে যত সম্পর্ক রয়েছে হোক তা অর্জিত কিংবা রক্তের। সব সম্পর্কে চাইতে সেরা সম্পর্ক হচ্ছে মা ও সন্তান। যে সম্পর্কের মধ্যে নেই কোন কৃত্রিমতা, না আছে দেনা পাওনার হিসেবে,না আছে পাওয়া না পাওয়ার হতাশা। নীরবে নিভৃতে কোন স্বার্থ, শর্ত ছাড়ায় অক্লান্ত পরিশ্রম করে যান মা। পৃথিবী তাহলে এমন দ্বিতীয় কোনো সম্পর্ক নেই যা মা সন্তান সমতুল্য হতে পারে।
লেখকের মন্তব্য
সম্মানিত পাঠক বন্ধুগণ, আপনি আমি প্রত্যেকেই কোন না কোন মায়ের সন্তান। আবার আমাদের মধ্যে অনেকেই আছি যারা মা বাবা হয়েছি।তাই মা সন্তান সম্পর্ক সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। আমরা শিশু থেকে একজন মানুষের পরিণত হওয়ার কারিগর মা বাবা। তাই জীবনের যেকোনো লগ্নে, যেকোনো পরিস্থিতিতে তাদের প্রতি দায়বদ্ধতা থেকে যেন সরে না যাই। পৃথিবীতে সন্তান মা-বাবার জন্য এবং মা-বাবা সন্তানের জন্য সমান গুরুত্বপূর্ণ। উভয়ের জীবন পরিপূর্ণ হয় উভয়ের সান্নিধ্যে। তাই মাকে ভালোবাসার মধ্যেই আছে সার্থকতা, জান্নাত প্রাপ্তির বিশাল সম্ভাবনা। বন্ধুগণ, মাকে নিয়ে লিখিত আলোচনাটি যদি ভালো লেগে থাকে তবে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
আরএম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url