ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি
ধান একটি দানাশস্য জাতীয় উদ্ভিদ। স্বল্পকালীন মেয়াদে চাষ হয় বলে এশিয়া,আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন অঞ্চলে ধান দেখতে পাওয়া যায়। এশিয়া ধান উৎপাদনে শীর্ষে। তাছাড়া এখানকার মানুষের প্রধান খাদ্য ধান থেকে উৎপন্ন চাঁলের ভাত।
ভূমিকা
ধানের বৈজ্ঞানিক নাম Oryza Sativa (ওরিজা স্যাতিভা)।ধান প্রধানত উষ্ণ জলবায়ুতে বেশি হয়। যার কারণে পূর্ব-এশিয়া ধান চাষের জন্য সর্বাধিক প্রযোজ্য।ধান বা ধান্য এ দুটি শব্দের শাব্দিক উৎপত্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না। তবে আনুমানিক ১০ হাজার বছর আগে চীন ও জাপানের রাজাদের পৃষ্ঠপোষকতায় ধানের চাষ শুরু হয়।
ব্যাপক অভিযান ক্ষমতার কারণে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া পর্যন্ত এ শস্যের চাষ লক্ষ্য করা যায়। আবার সমুদ্রপৃষ্ঠা থেকে ২,৬০০ মিটার উচ্চতায়ও এ শস্যের চাষের সম্ভাবনা রয়েছে।
ধান উৎপাদনে শীর্ষ দেশের তালিকা
২০২৩ সালে সর্বশেষ সংযোজিত তথ্য অনুযায়ী, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসাব মতে ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন। যারা বিশ্বের মোট উৎপাদনে ৩০ শতাংশ উৎপাদন করে।উৎপাদনের পরিমাণ অনুসারে ১৪.৮৫ কোটি টন। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।ভারতের উৎপাদিত ধানের পরিমাণ ১১.৬৪ কোটি টন।উল্লেখ্য যে, বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান
পুরো পৃথিবী জুড়ে ধানের চাষ হয় তবে এশিয়া ধান উৎপাদনে শীর্ষ মহাদেশ। বৃহত্তর এশিয়ার সর্বাধিক ধান উৎপাদনকারী দেশ চীন। ১৪.৮৫ কোটি টন উৎপাদন করে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে চীন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। যাদের মোট উৎপাদিত ধানের পরিমাণ ১১.৮৫ কোটি টন। এ তালিকা তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বোরো মৌসুমে ধান উৎপাদিত হয়েছে ২.৭ কোটি টন।যা রেকর্ড হয়েছে ইতোমধ্যে।
ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি
বাংলাদেশের প্রত্যেক জেলায় কম বেশি ধান চাষ হয়। তবে দেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে সর্বাধিক ধান চাষ হয়। দেশের রাজশাহী, দিনাজপুর, টাঙ্গাইল সহ বরেন্দ্র অঞ্চল এবং ময়মনসিংহ জেলায় ব্যাপক ধান চাষ হয়। বর্তমানে ধান উৎপাদনে ময়মনসিংহ জেলা শীর্ষে।
বাংলাদেশে ধান উৎপাদনের পরিমাণ
বাংলাদেশ সম্ভাবনাময় সকল ফসলের দেশ। ধান, পাট, চা, তামাক, আখসহ কমবেশি সব রকম ফসলেরই চাষ হয়। বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব অনুযায়ী বোরো মৌসুমে ২.৭ কোটি টন ধান উৎপন্ন হয়।
ধান রপ্তানিতে বাংলাদেশের অবস্থান
দেশে উৎপাদিত ধান অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করবার মত অবস্থান তৈরি হয়নি। বরং বহির্বিশ্ব থেকে আমদানিকৃত ধানের উপরে নির্ভরশীলতা কমিয়ে বাংলাদেশ স্বাবলম্বিতার দিকে এগোচ্ছে। স্বল্প পরিসরে ধান রপ্তানি করলেও তা পরিমাণগতভাবে উল্লেখ করবার মতো নয়।
লেখকের মন্তব্য
সম্মানিত পাঠক, বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে ধারণা দিয়ে এটি আলোচনা করা হলো। আশা করি ধান সংক্রান্ত জিজ্ঞাসায় কিঞ্চিত হলেও আপনি উপকৃত হবেন। এভাবে বিস্তৃত জ্ঞানের অন্বেষণে থাকা জ্ঞানপিপাসু ব্যক্তিদের আমাদের পেজে যুক্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ।
আরএম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url