সর্দি ও গলা ব্যথার ওষুধের নাম

মানুষের জীবনে নানা রকম অসুখ বিসুখ হয়। যার মধ্যে গলা ব্যথা অন্যতম। কয়েক ধরনের গলা ব্যথা হতে পারে। ঢোক গিলতে ব্যথা, শীতকালে গলা ব্যথা, জোরে চিৎকার করার ফলে ব্যথা।
সর্দি ও গলা ব্যথার ওষুধের নাম

ভূমিকা

গলা ব্যথা এমন একটি সমস্যা যা আমাদের জীবনকে কষ্টদায়ক করে ফেলে। কেননা আমাদের খাদ্য গ্রহণ গলার মাধ্যমে হয়ে থাকে। গলা ব্যথা করলে খাবার খাওয়া অসুবিধা হয় পরে। বিধায় স্বাস্থ্যের অবনতি ঘটে। চলুন জেনে নেওয়া যাক গলা ব্যাথার সময় কি ওষুধ খেলে গলা ব্যথা থেকে পরিত্রাণ মিলে।

গলা ব্যাথার ঔষধ নাম

হালকা ঠান্ডা অথবা শীতের মৌসুমী গলা ব্যথা বেড়ে যায়। এছাড়াও ব্যাকটেরিয়া অথবা ইনফেকশনের ফলে গলা ব্যথা হতে পারে। এ সময় গরম পানিতে লবণ মিশ্রিত করে ঘরোয়া উপায় গলা ব্যথার চিকিৎসা করা যায়। অ্যালার্জি অথবা আঘাতের ব্যথার কারণেও গলা ব্যথা হতে পারে। তবে সে ক্ষেত্রে ওষুধ নির্বাচনের জন্য নির্ধারণ করে গলা ব্যথার পরিমাণ কতটা। এ অনুচ্ছেদে আমরা গলা ব্যথার নানা ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

চলুন তার আগে জেনে নেওয়া যাক গলা ব্যাথার কারণ গলা ব্যাথার বহু কারণ থাকতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কারণগুলো নিচে উদ্ধৃত করা হলো -
  • এলার্জি,
  • ব্যাকটেরিয়া বা ইনফেকশন,
  • গুরুত্বপূর্ণ আঘাত,
  • সর্দি ফ্লু অথবা ভাইরাল অ্যাটাক,
  • গরম বা শুষ্ক বাতাস,
  • টিউমার
  • ধোয়া বা ক্যামিকাল
উপরোক্ত বিষয়গুলো গলা ব্যাথার অন্যতম কারণ।
সকালে ঘুম থেকে উঠার পর হঠাৎ গলা ব্যথা হতে পারে এর কারণ হলো রাতে পানি পান না করা। তাছাড়া যাদের নাক ডাকার স্বভাব আছে তাদের গলা ব্যথা হওয়া স্বাভাবিক। রাতে ঘুমানোর পূর্বে ঠান্ডা কিছু খেলে টনসিলের ব্যথা থেকে গলা ব্যথা হতে পারে।

ঢোক গিলতে গলা ব্যথার ঔষধের নাম

  • নাপা (Napa)
  • নাপা এক্সটেন্ড ( Napa Extend) -৬৬৫ মিলিগ্রাম
  • রোলাক (Rolac)-১০ মিলিগ্রাম
  • শোয়ালেক্স (Sualex)
  • ডক্সিক্যাপ (Doxicap)-১০০ মিলিগ্রাম
  • ই ফিক্স (E- Fix)-১০০ মিলিগ্রাম
  • জিরোডল -পি (zerodol)-১০০ মিলিগ্রাম
  • টিডোসিল (Tidosil)-৫০০ মিলিগ্রাম
  • মকশাশিল (Moxasasil)-৫০০ মিলিগ্রাম
  • জিম্যাক্স (Zimax)-৫০০ মিলিগ্রাম

সর্দি ও গলা ব্যথার ওষুধের নাম

  • হিস্টাসিন ( Histacin)-৪ মিলিগ্রাম
  • হিস্টা লেক (Histalec)-১০ মিলিগ্রাম
  • ফেক্সো (Fexo)-১২০ মিলিগ্রাম
  • ডেসলর (Deslor)-১০০ মিলিগ্রাম
  • এইচ প্লাস (Ache+)-৫০০ মিলিগ্রাম
  • নিওসিলর (NeoCilor)-৫ মিলিগ্রাম
  • নাপা এক্সটেন্ড ( Napa Extend)-৬৬৫ মিলিগ্রাম
  • ফিলা মেক্স (Fila Mex)-৫০০ মিলিগ্রাম
  • কার্ভা ৭৫ Carva 75-৭৫ মিলিগ্রাম

টনসিলের ব্যথার ওষুধ

  • রফিউক্লাভ ( Roficlav)-২৫০ মিলিগ্রাম
  • এইচ এক্স আর (HXR)-৫০ মিলিগ্রাম
  • ডেক্সিলেন্ড ( Dexilant)-১০০ মিলিগ্রাম
  • ভিফাস (Vifas)-১০০ মিলিগ্রাম
  • ভায়োলিন মাউথ ওয়াশ (violin mouthwash)-১০০ মিলিগ্রাম
  • মকশা সিল ক্যাপসুল ( Moxasasil capsule)-৫০ মিলিগ্রাম
  • ট্রিডোসিল ক্যাপসুল (Tridosil capsule)-৫০০ মিলিগ্রাম

গলা ব্যথার হোমিও ঔষধ

  • অ্যাকোনাইট- মাত্রা অনুযায়ী।
  • অ্যালিয়াম সেপা- মাত্রা অনুযায়ী।
  • আর্সেনিকাম অ্যালবাম- মাত্রা অনুযায়ী।
  • ফেরাম ফসফোরিকাম- মাত্রা অনুযায়ী।
  • ক্যালি বাইক্রোমিকিাম- মাত্রা অনুযায়ী।

মাসিক না হলে ঔষধ 

ঋতুস্রাব বা মাসিক ধর্ম নারীদের স্বাভাবিক একটি প্রক্রিয়া। নারীর জীবনে মাতৃত্বের প্রয়োজনে এ প্রক্রিয়াটি তাদের সহ্য করতে হয়। মাসের একটি নির্দিষ্ট সময়ে নারী ঋতুবর্তী হয়ে থাকে। সাধারণত ১৩ থেকে ৫৫ বছর বয়সী নারী এর অন্তর্ভুক্ত। নিয়মিত আমি সঠিক সময়ে মাসিক হওয়া সুস্বাস্থ্যের লক্ষণ।তবে অনিয়মিত মাসিকে অথবা মাসিক না হলে নিম্নোক্ত ওষুধ সেবনে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। 
বাংলাদেশের ব্যবহৃত কিছু ওষুধের তালিকা নিচে বর্ণিত হলো
  • Normens →Renata
  • Ethinor → Eskayef
  • Feminor →Acme
  • Menoral → Square
  • Mensil N →HealthCare
  • Remens →Populer
  • Menogia → ACI
  • Norcolut →City Overseas
  • Norestin →Nuvista
  • Noteron → Incepta

পেনিস শক্ত রাখার ঔষধ

পেনিস বা পুরুষাঙ্গ মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দাম্পত্য জীবনে পুরুষাঙ্গের শিথিলতা একটি জটিল সমস্যা। সঠিক যৌন জ্ঞান, সুস্থ জীবন যাপনের অভাবে আজকের সমাজে এ সমস্যাটি বহুলাংশে দাঁড়িয়েছে। দাম্পত্য জীবন কার উপভোগ্য করে তুলতে পেনিসের সঠিক যত্ন এবং যৌন সঙ্গমের সময় শক্ত রাখার বিকল্প নেই। তাছাড়া সঙ্গিনীর চাহিদা পূরণে ব্যর্থ হতে হয়। যার রীতিমতো সংসার ভাঙ্গার অন্যতম কারণ।
নিচে বহুল ব্যবহৃত পেনিস শক্ত রাখার কিছু ঔষধের নাম উল্লেখ করা হলো
  • মেল এক্সট্রা - Male Extra
  • টাইটান জেল গোল্ড - Titan Gel Gold
  • বায়োমিনিক্স প্লাস - Biomanix Plus
  • বায়োমিনিক্স - Biomanix
  • মারাল জেল - Maral Gel
  • ভিগা স্প্রে - Viga Spray
এছাড়া ভায়াগ্রা, এসপিরিন, টেন্টাল, জিংক ও রোজমেরী একই রকম কাজ করে।তবে এসব ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। মাথাব্যথা, মুখ লাল হওয়া, চোখে অস্পষ্ট দেখা, হাত পায়ে কম শক্তি অনুভব করা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ থাকলে এসব ঔষধ সেবন থেকে দূরে থাকাই ভালো।

দাউদের সবচেয়ে ভালো ঔষধ

দাউদ বা দাদ একটি ছোঁয়াচে অসুখ। ব্যাপক জ্বালাপোড়া ও চুলকানির জন্য অসুখটি দারুন বিরক্তের। নিচে কিছু দাউদের মলম ও ঔষধের নাম উল্লেখ করা হলো :
  • ফ্লুগাল - Flugal
  • লুকা -lluca
  • লুকান-আর - Lucan - R
  • ক্যানাজল - Cnazole
  • ক্যানডিনিল - Candinil
  • কোনাজ - Conaz
তাদের জন্য উপরোক্ত ক্যাপসুল সেবন করা যেতে পারে।
তবে এক্ষেত্রে মলম দারুন কাজ করে। নিচে কিছু মলমের তালিকা প্রকাশ করা হলো 
  • Lulizol
  • Lulitop
  • Terbex
  • Mycofin
  • Elvina
  • Infud
  • skinabin
  • Lucazol

স্থায়ী মোটা হওয়ার ঔষধ

একেবারে চিকন অথবা অতিরিক্ত মোটা দুটোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।স্থায়ীভাবে মোটা হওয়ার কোন ঔষধ বাজারে নেই। বিজ্ঞাপনে যে সকল ঔষধের কথা বলা হয় তার পাশে প্রতিক্রিয়া আছে। কিন্তু যে সকল ওষুধ খেলে খাবার রুচি এবং খাদ্যের প্রতি আগ্রহ বাড়ে সে সকল ঔষধ খেলে স্থায়ীভাবে মোটা হওয়া সম্ভব। যে চারটি সিরাপ স্থায়ীভাবে মোটা হওয়ায় জন্য খুব উপকারী 
  • সিনকারা সিরাপ।
  • রুচিবেট সিরাপ।
  • পিউটন সিরাপ।
  • রুচি প্লাস সিরাপ।
এছাড়া practin,Betnesol,ciplactin এ ওষুধগুলো স্থায়ীভাবে মোটা হওয়ার কাজে সহায়তা করে। তাছাড়া ক্যালসিয়াম ও মাল্টিভিটামিন সেবনে ওজন দ্রুত বাড়ে।

লেখকের মন্তব্য

সম্মানিত পাঠক, উপরে আলোচিত বিভিন্ন অসুখের ঔষধ সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। তবে পার্শ্ব প্রতিক্রিয়া জেনে এবং রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়েই ঔষধ সেবন করা উচিত। তবে ঝুঁকি সম্ভাবনা থাকে না। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। ব্লগটি ভালো লাগলে লাইক, মন্তব্য করে পাশে থাকবেন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আরএম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url