নওগাঁ জেলার সবচেয়ে বড় থানা কোনটি

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা নওগাঁ।যা রাজশাহী বিভাগের একটি সীমান্তবর্তী জেলা। নানা পৌরাণিক স্থাপনা এবং সমৃদ্ধ ইতিহাসের কারণে নওগাঁ জেলার খ্যাতি রয়েছে।
নওগাঁ জেলার সবচেয়ে বড় থানা কোনটি

ভূমিকা 

সীমান্ত ঘেষা এই জেলাটি উত্তর অংশে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমারেখায় অবস্থিত। উপজেলার বিচারে নওগাঁ বাংলাদেশের "এ"শ্রেণীভুক্ত একটি জেলা। ১৯৮৪ সালের আগ পর্যন্ত যা নওগাঁ মহাকুমা হিসেবে পরিচিত ছিল। বর্তমানে এটি নওগাঁ জেলা হিসেবে পরিচিত। ভৌগলিকভাবে নওগাঁ বরেন্দ্রভূমির অংশ। কুসুম্বা মসজিদ,গাঁজা সোসাইটি, বলিহার রাজবাড়ী, দিবর দিঘী,আলতা দিঘী,সোমপুর মহাবিহার জেলার দর্শনীয় স্থানগুলোর অন্যতম । অর্থকরী ফসল ধান। চাল উৎপাদনে নওগাঁর রয়েছে সুখ্যাতি।

নওগাঁ জেলার সবচেয়ে বড় থানা কোনটি

নওগাঁ জেলায় মোট ১১টি উপজেলা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় উপজেলা হলো নিয়ামতপুর। নেয়ামতপুর উপজেলার আয়তন ৪৪৯.১০ বর্গকিলোমিটার (১৭৩.৪০ বর্গমাইল)। জনসংখ্যা মোট ১,৯৩,১৯৭ জন (জনশুমারি ১৯৯১)।জনসংখ্যার ঘনত্ব ৪৩০ বর্গ কিলোমিটার।

নওগাঁ জেলার বিখ্যাত ব্যক্তির নাম কি

নওগাঁ জেলায় অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছে। তার মধ্যে মরহুম আব্দুল জলিল সাহেব অন্যতম। তাকে নওগাঁর প্রাণ বলা হয়। তিনি মহান মুক্তিযুদ্ধে ৭ নাম্বার সেক্টর কমান্ডার এবং অন্যতম মুক্তিযোদ্ধা ছিলেন।আব্দুল জলিল সাহেবের পরিচিতি তিনি বঙ্গবন্ধুর সহচর এবং মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক।তাকে 'নওগাঁর জলিল' বলা হয়।এছাড়া এডভোকেট বয়তুল্লাহ্(সাবেক ডেপুটি স্পিকার), জনাব আখতার হামিদ সিদ্দিকী নান্নু(সাবেক ডেপুটি স্পিকার), জনাব তালিম হোসাইন, জনাব মোজাফফর হোসেন কাকি, জনাব তোয়েব উদ্দিন আহমেদ চৌধুরি, জনাব বাবু কুমুদ নাথ দাস প্রমুখ অন্যতম। 

নওগাঁ জেলার এমপি কে

নওগাঁ ১ -জনাব সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ ২-জনাব শহীদুজ্জামান সরকার বাবলু, নওগাঁ ৩-জনাব সলিমুদ্দিন তরফদার সেলিম, নওগাঁ ৪-জনাব এমাজউদ্দীন প্রামানিক, নওগাঁ ৫-ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন,নওগাঁ ৬ -জনাব আনোয়ার হোসেন হেলাল।৪.নওগাঁ জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়?নওগাঁ জেলা আগে রাজশাহী জেলার অন্তর্ভুক্ত ছিল।

১৯৮৪ সালের ১ মার্চ, ১১ টি উপজেলা নিয়ে নওগাঁ মহকুমা থেকে জেলায় রূপান্তরিত হয়।নওগাঁ জেলার বিখ্যাত একটি নদী হল আত্রাই। আত্রাই নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা তৎকালীন নতুন গ্রামগুলো নিয়ে নওগাঁ নামের উৎপত্তি হয়। নও মানে নতুন গাঁ মানে গ্রাম। নতুন নতুন গ্রামের সমন্বয়ে গড়ে ওঠা এ জেলার নাম তাই দেওয়া হয় নওগাঁ।

নওগাঁ জেলার থানা কি কি

রাজশাহী জেলা থেকে পৃথক করে ১৯৮৪ সালের ১ মার্চ,১১টি উপজেলা নিয়ে নওগাঁ মহকুমাকে জেলা ঘোষণা করা হয়। নওগাঁ জেলায় উপজেলা সংখ্যা ১১ টি। উপজেলাগুলো হল :১.ধামুইরহাট,
  • পত্নীতলা,
  • মহাদেবপুর,
  • বদলগাছি,
  • পোরশা,
  • নিয়ামতপুর,
  • সাপাহার,
  • মান্দা,
  • নওগাঁ সদর,
  • আত্রাই,
  • রানীনগর।

নওগাঁ জেলার দর্শনীয় স্থানসমূহ

ভৌগোলিকভাবে নওগাঁ জেলা বরেন্দ্র অঞ্চলের অংশ। আর ঐতিহাসিকভাবে পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত। নওগাঁর সুপ্রাচীন ইতিহাস থাকায় এখানে বহু জাতি গোষ্ঠীর উন্মেষ ঘটে। আদিবাসী জাতিসত্তা তার মধ্যে অন্যতম।সাঁওতাল, মুন্ডা, রাজোয়াড়,ওরাও ইত্যাদি ক্ষুদ্র জাতি সত্তার মানুষের বসবাস এ জেলায়।

পাহাড়পুর বৌদ্ধবিহার যা সোমপুর মহাবিহার নামে পরিচিত। ভ্রমণের জন্য একটি অন্যতম জায়গা। নওগাঁর গাঁজা সোসাইটি, পঁতিসর রবীন্দ্র কুঁঠিবাড়ি, বিবরদিঘী, আলতা দিঘী ও শালবন, কুসুম্বা মসজিদ, দুবলহাট রাজবাড়ি, ঘুঘুডাঙ্গা তালতলা, শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির ইত্যাদি জেলার অন্যতম দর্শনীয় স্থানসমূহ।

লেখকের মন্তব্য 

সম্মানিত পাঠক, নওগাঁ জেলার ইতিহাস ও দর্শনীয় স্থানসমূহ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। নান্দনিক সৌন্দর্যের এই জেলা নৈসর্গিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি। জেলা ভ্রমণের আহ্বান জানিয়ে আলোচনাটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আরএম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url