ভালোবাসার মানুষ কে খুশি করার উপায়

হয়তো কোন কিছু বুঝে ওঠার আগেই হয়। ভালোবাসার মানুষটি আমাদের কাছে অনেক গুরুত্ব পায়।তাই তার যত্নের বেলায় আমাদের আরো দায়িত্বশীল হওয়া উচিত।
ভালোবাসার মানুষ কে খুশি করার উপায়

ভূমিকা

পৃথিবী সুন্দর হতো না যদি প্রেম না আসতো। প্রেমের গভীরতা ব্যাপক,তাতে রয়েছে মায়া, খুঁনসুটি আর মিলন বিরহের সম্মেলন। তাই তো জীবনে সবাই একবার হলেও প্রেমে পড়ে। বিখ্যাত উপন্যাসিক, অভিনেতা হুমায়ুন ফরিদী বলেন, জীবনে প্রথমবার যে প্রেম হয় তা ভুল মানুষের সাথে ভুল সময়ে হয়। হয়তো কোন কিছু বুঝে ওঠার আগেই হয়। ভালোবাসার মানুষটি আমাদের কাছে অনেক গুরুত্ব পায়।তাই তার যত্নের বেলায় আমাদের আরো দায়িত্বশীল হওয়া উচিত।

ভালোবাসার মানুষকে খুশি করার মেসেজ

প্রেম শুরুর দিকে অথবা চলাকালীন সময়ে রাগে অভিমানে অনেক সময় ভালোবাসার মানুষকে নানান কথা বলে তার মন ভাঙাতে হয়। মেয়ে মানুষকে খুশি করা অত্যন্ত কঠিন। তারপরও বিষয়টি অসম্ভব কিছু নয়। আপনার অভিব্যক্তি অথবা ভাষাগত দক্ষতা যদি ভালো হয় তাহলে কাব্যিক ছন্দে ভালোবাসার মানুষের মন জয় করে নেয়া যায়।

ভালোবাসার মানুষকে খুশি করার কিছু সংক্ষিপ্ত মেসেজ -

১। তোমার জন্য ধরতে পারি আমার জীবন বাজি,
তোমার জন্য হাজার বিপদ সইতে আমি রাজি।
প্রথম দেখায় তোমায় আমার লেগেছে অনেক ভালো,
শূন্য হৃদয়ে জ্বেলেছ তুমি পরম প্রেমের আলো।
সারা জীবন এমনি করে হাতটি ধরে রেখো,
আসুক যত দুঃখ বিপদ সঙ্গী হয়ে থেকো। 

২।কি জানি সেই আবার কবে,
মান ভেঙ্গে ফের দেখা হবে ।
দিয়েছে যত দুহাত ভরে,
তেমনি রাখো সঙ্গী করে।

৩। লাগছে ভালো হয়নি বলা, দারুন সংশয়,
ভাবছি আবার চিন্তা খানিক হারানোর ভয়।।
নিজের সাথেই বোঝাপড়া থাক না বন্ধু হয়ে,
এমনি করে যাক না কেটে যাক না দিন ক্ষয়ে।

৪।তোমার মুখটা চাঁদের চেয়েও আমার ভীষণ প্রিয়,
লাল গোলাপে তোমায় সঁপা শুভেচ্ছাটা নিও।
প্রেমের পথে অনেক বাঁধা আরো কত নিয়ম,
করবো ভেঙ্গে সব চুরমার সঙ্গী হলে প্রিয়ম।

ভালোবাসার মানুষ কে খুশি করার উপায়

বিগত এক দশকে বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ ও আলাদা থাকার প্রবণতা বেড়েছে। এই ১২ থেকে ১৫ বছরে বিবাহ বিচ্ছেদের হার বের হয়েছে দ্বিগুন এবং পৃথক বসবাসের হার প্রায় তিন। এত অল্প সময়ে এত বড় পরিবর্তন সামাজিক অবক্ষয়ের প্রতি ইঙ্গিত করে। দাম্পত্য জীবন ও অর্থনৈতিক সচ্ছলতা এ দুটোর সমন্বয় করার জন্য যে নৈতিকতার চর্চার প্রয়োজন 

মূলত তারা অভাবেই ডিভোর্সের ঊর্ধ্বগতি। যারা পরিস্থিতি বুঝি সময়চিৎ আচরণ করতে পারে তারা কেবল টিকে থাকে। ভালোবাসার মানুষকে খুশি রাখতে কে না চায়। চলুন, আলোচনার এ পর্বে জেনে নেওয়া যাক ভালোবাসার মানুষকে খুশি রাখার উপায়।
  • কেয়ার করা
  • ভালোবাসার মানুষ চায় তার সঙ্গী তার প্রত্যেকটি ব্যাপারে যত্নশীল হবে। তার মতামতকে গুরুত্ব দিবে, তাকে বুঝবে।
  • মতামতের গুরুত্ব দেওয়া
  • তার ইচ্ছা অনিচ্ছা, ভালোলাগা খারাপ লাগা, শখ ও আনন্দের ব্যাপারে সচেতন থাকা। সে কি খেতে পছন্দ করে, কোথায় ঘুরতে পছন্দ করে ইত্যাদি বিষয়ের উপর মতামত প্রদান করা।
  • উপহার দিন
  • প্রেমিকারা সাধারণত উপহার পেতে পছন্দ করে। প্রিয় মানুষটির কাছ থেকে গোলাপ, চকলেট, টেডি ডল,ড্রেস, অর্নামেন্টস (গহনা),ভ্রমণ, শপিং, লং ড্রাইভ ইত্যাদি উপহার দিন।
  • সারপ্রাইজ দিন
  • হঠাৎ না বলেই এমন কোন কান্ড করুন যাতে আপনি তার খুব কেয়ার করেন অথবা গুরুত্ব দেন তা প্রকাশ করুন।ফোন গিফট করুন, সাইড ভিউয়ের জন্য নিয়ে যেতে পারেন।
  • সন্দেহ পরিত্যাগ করুন
  • অহেতুক কিংবা অমূলক কোন সন্দেহ করবেন না। উপযুক্ত প্রমাণ ছাড়া কথা বলবেন না।
  • সময় সম্পর্কে সচেতন হন
  • প্রেমিকার সঙ্গে দেখা করা থাকলে যে সময়টি দিবেন সে সময়ের মধ্যেই পৌঁছার চেষ্টা করুন। কথা যা দিবেন তার মূল্য রাখুন।

ভালোবাসার মানুষের জন্য সেরা মেসেজ কি

ভালোবাসার মানুষের জন্য সবচেয়ে সেরা মেসেজটি হল "আমি তোমাকে ভালোবাসি "বিশ্বাস করো পাগলের মতো ভালোবাসি বলাটা। দিনের গুরুত্বপূর্ণ সময় যেমন সকাল। সকালে গুড মর্নিং বলে দিন শুরু করুন। খুব স্বাভাবিকভাবে নাস্তা এবং দুপুরের খাবারের খবর নিন। তার পিতামাতার ব্যাপারে খোঁজখবর নিন। রাতে খাবার খেয়েছে কিনা জেনে নিন। সময় মত ঘুমোতে যাওয়ার কথা বলুন এবং গুড নাইট বলে বিদায় দিন।

প্রেমিকাকে শুভেচ্ছা জানানোর উপায়

প্রেমিকা যেহেতু আমাদের স্পর্শকাতর একটি বিষয়। আবেগের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। আমরা বিভিন্ন সময়ে নানা উপায়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে তাকে খুশি করার চেষ্টা করি। কিন্তু অধিকাংশ সময় আমাদের অদক্ষতার কারণে তা অতি সাধারণ মাত্রা ধারণ করে। তবে খেয়াল রাখতে হবে শুভেচ্ছা জানানোর কায়দা যেন অপরের সাথে মিলে না যায়। 

যেমন বিশেষ অনুষ্ঠানমালা গুলোতে তাকে সাথে নিয়ে যাবার প্রস্তাব দিন । তার জন্মদিনে রাত্রী যাপন করুন। সবার প্রথমে wish আপনি করুন। বড় একটি বার্থডে কেক উপহার দিন। যত তম জন্মদিন কতগুলো মোমবাতি ও চকলেট উপহার দিন। কালারফুল বেলুন দিয়ে আয়োজন সাজান এবং রংবেরঙের প্লেকার্ডে তার নাম লিখুন।

গার্লফ্রেন্ডকে রোমান্টিক কিস

প্রত্যেকটি নারী চায় তার প্রেমিক একটু রোমান্টিক হোক। তাকে অনেক বেশি আদর করুক। জড়িয়ে নিয়ে চুমু দিক।নারীরা অন্তর্মুখী ও লাজুক স্বভাবের হয়। তাই তারা মুখ ফুটে কিছু বলতে পারেনা।তবে আচরণে প্রকাশ করতে চায় তার কি প্রয়োজন। বৃষ্টিস্নাত ঋতু বা মৌসুমে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে ও ঠোঁটে চুমু দিন। 

খুব কাছাকাছি থেকে দু চোখ বন্ধ করে চুমু তারা খুব উপভোগ করে। সাধ্যমত এবং যতটুকু সহ্য পায় আলতো করে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করুন এবং চুমু দিন। এক্ষেত্রে আপনি তার কাছ থেকে জেনে নিতে পারেন যে কোন অবস্থায় চুমু খেলে আপনার সঙ্গী বেশি পছন্দ ও উপভোগ করে। তাছাড়া গান গাইতে পারেন এবং নানা রকম রসের আলাপ করে তাকে কিস করুন।

উপসংহার

প্রেম স্বর্গীয় একটি অনুভূতি। যদি পরস্পরের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধাবোধ থাকে তবে দায়িত্বশীল আচরণে প্রেম আরো সুন্দর হয়ে ওঠে।

লেখকের মন্তব্য -

সুপ্রিয় পাঠক, জীবন সুন্দর কেননা এ জীবনে প্রেমের মতো পরম সুখের একটি ছোঁয়া আছে। যদি আপনি উপভোগে সমর্থন হন তবে আপনি পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হতে পারেন।যাহোক, আলোচনাটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আরএম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url