বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত
বাংলাদেশ সৃষ্টির পেছনে অনেক ইতিহাস রয়েছে। তবে যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে এবং বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে তিনি শেখ মুজিবুর রহমান। সাহস, আত্মপ্রত্যয়, চারিত্রিক দৃঢ়তা ও আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে বাংলাদেশের মানুষের কাছে অতি অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠেন এই জাতীয় নেতা।
বঙ্গবন্ধু পরিচিতি
১৯২০ সালের ১৭ই মার্চ (৩রা চৈত্র ১৩২৭ বঙ্গাব্দ) রাত আটটা নাগাদ তৎকালীন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সি অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় পাটগাতি ইউনিয়নের বাইগার নদী ঘেষা টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করে শেখ মুজিবুর রহমান। ছোটবেলা থেকেই প্রতিভাবান ও দয়ালু হওয়ায় সবাই তাকে অনেক সমাদর করতেন। আদর করে সবাই তাকে "খোকা "বলে ডাকতেন। তার নানা শেখ আব্দুল মজিদ নাম রাখেন শেখ মুজিবুর রহমান।
তার পিতার নাম শেখ লুৎফুর রহমান। মাতার নাম সায়েরা খাতুন।111 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত বাংলাদেশ সৃষ্টির পেছনে অনেক ইতিহাস রয়েছে। তবে যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে এবং বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে তিনি শেখ মুজিবুর রহমান।
সাহস, আত্মপ্রত্যয়, চারিত্রিক দৃঢ়তা ও আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে বাংলাদেশের মানুষের কাছে অতি অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠেন এই জাতীয় নেতা। আলোচনার এই পর্বে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত জানবো।
বঙ্গবন্ধু রাজনৈতিক
জীবন১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলা আকাশে যে দুর্যোগ ঘনীভূত হয় তা হলো ইংরেজ শাসন। ওই সময় থেকে শুরু করে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রদ, ১৯৩৫ সালে ভারত শাসন আইন,১৯৪৭ সালে ভারত ও বাংলাদেশ নামে দুটি পৃথক জাতি রাষ্ট্র তৈরি হয়।
সর্বশেষ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্যের নায়ক শেখ মুজিবুর রহমান। তিনার রাজনৈতিক দলের নাম পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ।১৯৬৯ সালের ২৩ শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্রনেতা তোফায়েল আহমেদ তিনাকে "বঙ্গবন্ধু "উপাধি দেন।
সমগ্র জীবনব্যাপী নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে থেকেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়নের সময় চতুর্থ শ্রেণীর কর্মচারীর দাবি আদায়ের আন্দোলনে সরাসরি যুক্ত থাকার অপরাধে তিনাকে জেলে পোরা হয়। তারপরে যুগোপৎ,সমসাময়িক, প্রাসঙ্গিক এবং অবশ্যিক আন্দোলনে নেতৃত্ব দানের মাধ্যমে নিজেকে সামনের সারিতে আনতে সক্ষম হন।
বায়ান্নর ভাষা আন্দোলনে তমুদ্দুন মজলিস ও সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্যতম সহযোদ্ধা ছিলেন। রাজনীতিতে তিনি গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী কতৃক আশীর্বাদিত ও অনুসরণ করতেন।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি সর্বাধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধ পরিচালনাকারী অস্থায়ী সংগঠন "মুজিবনগর সরকারের" রাষ্ট্রপতি ছিলেন।তিনার নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। দেশ ও জাতির কল্যাণে জীবনের অধিকাংশ সময় তিনি কারান্তরীন ছিলেন।
বঙ্গবন্ধু ব্যক্তি জীবন
জীবনে খুব কম সময় তিনি নিজের জন্য কাটিয়েছেন। তবে ব্যক্তি জীবনে তিনি ছিলেন সাবলীল। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তবে তাকে রেনু বলে ডাকা হতো।
বঙ্গবন্ধু সাহিত্যকর্ম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহিত্যপ্রেমী ছিলেন। জ্ঞানীগুনীর কদর করতেন। বর্ণাঢ্য জীবনে রাজনীতির পাশাপাশি তিনটি আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেন। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা,আমার দেখা নয়াচীন তার সাহিত্যে প্রতিভার অন্যতম নির্মাণ।
বঙ্গবন্ধু জীবনাবসান
১৯৭৫ সালের ১৫ই আগস্ট,দীর্ঘ লড়াই সংগ্রাম ও বাংলাদেশ প্রতিষ্ঠার পর আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হয়ে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।
আরএম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url