ভুলে যাওয়া ফোনের পাসওয়ার্ড কিভাবে খুলবো

যদি আপনি মোবাইল সংক্রান্ত জটিলতা যেমন পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকার মতো সমস্যায় পড়েন তবে এ ব্লগটি আপনার জন্য খুবই কার্যকর, উপকারী। ভুলেই যাওয়া পাসওয়ার্ড কিভাবে খুলবো আপনার জিজ্ঞাসার জন্য এই আলোচনাটি হতে পারে অতীব জরুরী।
ভুলে যাওয়া ফোনের পাসওয়ার্ড কিভাবে খুলবো

পাসওয়ার্ড ভুলে গেছেন -সাহায্য কেন্দ্র

আপনার ফোনে পাসওয়ার্ড অথবা সোশ্যাল মিডিয়ায় ব্যবহৃত বিভিন্ন নেটওয়ার্কিং সাইটের পাসওয়ার্ড যদি ভুলে যান তবে সে ক্ষেত্রে কি কি প্রক্রিয়া বা ধাপ অবলম্বন করলে আপনি যথোপযুক্ত সমাধান পেতে পারেন তাই এ আলোচনায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

ভুলে যাওয়া ফোনের পাসওয়ার্ড (Forget phone password)

সাধারণত কথা ভাবে ব্যবহৃত ফোনের পাসওয়ার্ড সহজসাধ্য দিলে আমাদের স্মরণ থাকবারই কথা। তবে কোন কোন ক্ষেত্রে অতি শক্তিশালী পাসওয়ার্ড দেয়ার কারণে অথবা বছরের সংখ্যাগুলো দীর্ঘায়িত হওয়ার কারণে আমরা ভুলে যাই। যে সকল ব্যক্তি তাদের পাসওয়ার্ড ভুলে যান। তাদের জন্য বিভিন্ন সাইড বা পদ্ধতি অবলম্বন করে পাসওয়ার্ড পুনরুদ্ধার করা সম্ভব

ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে(Forget facebook password)

বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় facebook। আধুনিক যুগে পরস্পরের সাথে যোগাযোগ স্থাপনে এক যুগান্তকারী সংযোজন হলো ফেসবুক। তবে নানা কারণে পাসওয়ার্ড নিয়ে বিভিন্ন রকম জটিলতায় পড়তে হয়। ঝামেলাটি এড়ানোর জন্য সহজ এবং সহজেই স্মরণ করা যায় এ ধরনের পাসওয়ার্ড জরুরি।

তবে ভুলে গেলে সমস্যা নেই খুব বেশি চিন্তা না করে অতি সহজেই 2 মিনিটে আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করা সম্ভব। তবে সেক্ষেত্রে আপনাকে কয়েকটি ধাপ অবলম্বন করতে হতে পারে।
প্রথমত, আপনি facebook.com এই সাইটে লগইন করুন।পরবর্তীতে, ঐ অ্যাপসে ফরগট পাসওয়ার্ড অপশন এ ক্লিক করুন।
দ্বিতীয়ত, পাসওয়ার্ড পরিবর্তনের জন্য আপনার ইমেইল এড্রেস অথবা ফোন নাম্বার দিতে বলবে।
তৃতীয়তঃ আপনি যেই ঠিকানা হতে পারি মেইল এড্রেস অথবা ফোন নাম্বার যেটা দিয়ে একাউন্ট খুলেছেন সেটা প্রবেশ করান। আপনাকে আপনার আইডি দেখিয়ে দেওয়া হবে।
চতুর্থ ধাপে, আপনাকে বলা হবে আপনার নাম্বারের এসএমএস অথবা মেইল অ্যাড্রেস এ এটি ভেরিফাই কোড যাবে। সে কোডটি ব্যবহার করে আপনার একাউন্ট ভেরিফাই করে নিন।
শেষ ধাপে, রিসেট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনার পাসওয়ার্ড সেট হয়ে গেছে।এবার নিশ্চায়নের জন্য, আপনার facebook টি লগ আউট করুন এবং পুনরায় আপনার পাসওয়ার্ডটি লগইন করুন। এভাবে আপনি আপনার ফেসবুকের হারানো পাসওয়ার্ডটি ফিরে পেতে পারেন।

আমার ফোনের পাসওয়ার্ড কত

পাসওয়ার্ড হলো একটি গোপন নাম্বার। ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে কয়েকটি সংখ্যা বা চিহ্নের সাহায্যে এ বিষয়টি গ্রাহক ব্যবহার করে থাকে। জীবনের সাথে যুক্ত থাকায় এবং তথ্যবহুল কিছু অপরের থেকে আড়াল করার জন্য পাসওয়ার্ড অধিক কার্যকরী একটি মাধ্যম। আপনার ফোনে ব্যবহৃত সোশ্যাল নেটওয়ার্ক সাইট যেমন গুগল, facebook, whatsapp কিংবা অন্যান্য বিষয়গুলো ব্যবহারের জন্য পাসওয়ার্ডের প্রয়োজন হয়।

ব্যবহৃত এপসগুলোতে save password অথবা show password অপশন থাকে। আপনি চাইলে পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন আর তা যদি সম্ভব না হয় তবে সাইটে এন্ট্রির সময় আপনাকে সো পাসওয়ার্ড অপশনটি দেখিয়ে দেবে। এভাবে আপনি আপনার পাসওয়ার্ড জেনে নিতে পারেন।

ফোনের.ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে খুলবো

বর্তমানকালে অত্যাধুনিক ফোনগুলোর পাসওয়ার্ড ভুল সংক্রান্ত নানাবিধ সমস্যা দেখা যায়। আপনার ফোনের এন্ড্রয়েড ভার্সনে যে কোন প্রকার ডেটা লস না করেই চাইলে এই মুহূর্তে আপনি আপনার পাসওয়ার্ড কি রিসেট করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কতগুলো ধাপ অতিক্রম করতে হবে। পাসওয়ার্ড ভুলে গেলে তা উদ্ধারের জন্য অনেক পদ্ধতি রয়েছে।

সার্ভিস পয়েন্ট কিংবা সেলস পয়েন্ট থেকে আপনি আনলক সম্পর্কিত তথ্য অথবা সেবা পেতে পারেন। এছাড়া সফটওয়্যার আপডেটের মাধ্যমে এ কাজ করা যেতে পারে। আরেকটি পদ্ধতি রয়েছে যার মাধ্যমে নিরাপদে আপনি ফোনের লক ভাঙতে পারেন।
রিসেট পাসওয়ার্ডঃ
  • কয়েকবার পাসওয়ার্ড দিন আপনার ফোন লক হয়ে যায়। তারপর আপনি ফরগট পাসওয়ার্ড অপশন দেখতে পাবেন।
  • এরপর ভুলে যাওয়া পাসওয়ার্ডের জায়গায় ক্লিক করুন।
  • এরপরের স্টেপে আপনাকে ইমেইল আইডি এবং পাসওয়ার্ডের কথা বলা হবে। আপনি আপনার ফোনের প্লে স্টোরে জিমেইল আইডি পাসওয়ার্ডটি ব্যবহার করেন সেটা লিখুন।
  • তারপর সেট নিউ পাসওয়ার্ড অপশনে ক্লিক করুন।
  • বিশেষ দ্রষ্টব্য -অ্যান্ড্রয়েড সব হ্যান্ডসেট গুলোতে এভাবে নাও হতে পারে। সেক্ষেত্রে বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হতে পারে।

ডাটা না হারিয়ে ফোনের পাসওয়ার্ড কিভাবে আনলক করবো 

মোবাইল ফোন বর্তমানে আমাদের অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী গুলোর একটি। দৈনন্দিন জীবনে এটির ব্যাপক প্রভাব রয়েছে। আধুনিক বিশ্বে প্রায় সব রকম কাজই মোবাইলের সাহায্যেই নিমিষেই করা সম্ভব। স্কুল কলেজের ফি, বিদ্যুৎ বিল, অনলাইন ব্যাংকিং, জমিদার খাজনা প্রদান,তথ্য সেবা প্রাপ্তি নিশ্চিত, যাবতীয় অনলাইন আবেদন ইত্যাদিতে মোবাইল ফোন ব্যবহারের বিকল্প নেই।

তাছাড়া সকালে খবর বা সমাচার ও রাতে ঘুমোতে যাওয়ার আগে যোগাযোগ আমাদের প্রাথমিক জীবনের একটি অংশ। আর সে অংশটির কেন্দ্রবিন্দুই হল মোবাইল ফোন। আমাদের নানা কাজের জন্য ডেটা কিংবা ফাইল ফোনে সংরক্ষিত থাকে । যেগুলো দরকারি,দুষপ্রাপ্য কিংবা গোপনীয় হয়ে থাকে। তাই ডাটা না হারিয়ে কিভাবে ফোনের প্যাটার্ন আনলক করা যাবে আসুন তা জেনে নেওয়া যাক।

সাধারণত চারটি ধাপে ডাটা না হারিয়ে ফোনে পাসওয়ার্ড আনলক করা সম্ভব।
  • প্রাথমিকভাবে আপনার ফোনের পাওয়ার বাটনটি চেপে ধরে ফোন শাটডাউন দিন এবং এক মিনিট অপেক্ষা করুন।
  • এরপর আপনার ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটনদ্বয় একত্রে চেপে ধরুন তবে আপনার ফোন রিকভারি মোডে চলে যাবে। এমতাবস্থায় অন্য কোথাও প্রেস করা বন্ধ করুন।
  • রিকভারি মুডে থাকার সময় আপনার ফোনের "ফ্যাক্টরি রিসেট " অপশনটি নির্বাচন করুন। তারপর 'wipe cache'অপশনে ক্লিক করুন। তাহলেই অটোমেটিকলি আপনার ফোনের সেভকৃত ডাটা মুছে যাবে।
  • উপরিউক্ত তিনটি ধাপ অনুসরণের পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবেই তাহলে আপনার ফোন পুনরায় চালু হবে এবং কোন ডেটা না হারিয়ে আপনি থেকেই ফোনটি খুলে যাবে।

oppo ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

oppo বর্তমানে বাজারে আলোড়ন সৃষ্টিকারী ফোনগুলোর একটি। নিত্য নতুন ফিচার এর সাথে আধুনিকীকরণের মাধ্যমে গ্রাহক চাহিদা পূরণে সক্ষম হয়েছে। যদি অপো ফোনের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে আপনার পাওয়ার বোতাম ও ভলিউম এর নিচের বোতামটি একসাথে চাপ দিয়ে ধরুন তাহলে ফোনটি রিসেট মোডে চলে যাবে।

একটু অপেক্ষা করুন অতঃপর inter email অথবা wipe cache অপশনে ক্লিক করে একটু অপেক্ষা করুন। দেখবেন আপনার ফোন আপনি থেকেই অন হচ্ছে এবং কোন পাসওয়ার্ড ছাড়াই খুলে যাবে। আর এই প্রক্রিয়া শেষ হলে আপনি মূল্যবান ডাটা না হারিয়ে আপনার ফোনের পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন।

Samsung মোবাইল লক খোলার উপায়

samsung মোবাইল লক হয়ে গেলে তা থেকে আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন খুব সহজে এবং ঝামেলাহীন ভাবে। কোন প্রকার ডাটা না হারিয়ে অতি সহজে কয়েকটি ধাপে আপনি আপনার লক খুলতে পারে। নিচেই ধাপগুলো দেয়া হলো।
  1. বেশিরভাগ পাসওয়ার্ড প্রবেশের চেষ্টা করবেন না। ফোনের ডানপাশে পাওয়ার বোতাম চেপে ফোনটি বন্ধ করুন।
  2. এরপর পাওয়ার বোতাম ও ভলিউমের নিচের বোতামটি যৌথভাবে একত্রে চেপে ধরুন। এরপর আপনার ফোন recovery mood এ চলে যাবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন।
  3. এর পরবর্তীতে আপনাকে ইমেইল এড্রেস অথবা wipe cache অপশন এ ক্লিক দিতে বলবে।সেটা ফলো করুন। অপেক্ষা করুন তাহলে দেখবেন আপনার ফোনটি খুলে গেছে।
  4. এবং আপনি আপনার পাসওয়ার্ড রিসেট করে নিন। এভাবে কোন ডেটা না হারিয়ে samsung সেটের পাসওয়ার্ড খুলতে পারবেন।

লেখকের মন্তব্য

সম্মানিত পাঠক বৃন্দ, মোবাইলে পাসওয়ার্ড ভুলে গেলে অথবা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পাসওয়ার্ড ভুলে গেলে যে প্রক্রিয়া অনুসরণ করলেই সহজে পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যায় এ সম্পর্কিত আলোচনা করা হয়েছে। আশা করি লেখাটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আরএম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url