জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কী


মানুষ কোনো কাজে প্রথমবারেই সাফলতা লাভ নাও হতে পারে। দীর্ঘদিনের পরিশ্রম বা নিরবচ্ছিন্ন পরিশ্রমের ফলেই ধরা দেয় কাক্সিক্ষত সাফল্য।জীবনে সফল হতে যেটি সবচেয়ে দামি ও অমূল্য জিনিস লাগে, তা হল সময়ের মূল্য। জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হল সময়।


ভুমিকা

সফলতা কার না চাওয়া? প্রত্যেকেই চায় তার জীবন সুন্দর হোক, নানারকম অর্জনের মধ্য দিয়ে জীবন এগিয়ে যাক উন্নত হওয়ার দিকেই। কিন্তু এটাও তো সত্য যে তা এমনি এমনি হবে না। গবেষকরা বলছেন, জীবন প্রতিদিনই একটু একটু করে বদলে ফেলে সামনের দিকে যেতে হয়। আর এভাবে জীবনে উন্নতি করতে কিছু বিষয় মেনে চললে সুফল মেলে।

সফলতার কৌশল

কম বেশি আমরা সবাই চাই জীবনে সফল হতে। রাতে ঘুমোতে যায় কিভাবে সফল হওয়া যায় তা ভেবে সকালে ঘুম থেকে উঠে সফল হওয়ার সাধনা করার জন্যই। সবাই যাই জীবনে বড় কিছু হতে ভালো কিছু করতে সবার কাছে সম্মান পেতে। নিজ নিজ ক্ষেত্রে নিজের যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠিত হতে চাই সবাই। সফল হওয়ার অনেক উপায় রয়েছে। আবার বলা যায় সফলতা অনেক পরিশ্রমের একটি বিষয়।

ছাত্র জীবনে সফল হওয়ার উপায়

তো চলুন জেনে নেওয়া যাক ছাত্র জীবনে সফল হওয়ার উপায় সম্পর্কে মূল আলোচনা।

সঠিক পরিকল্পনা তৈরি করাঃছাত্র জীবনে অবশ্য করণীয় কাজগুলোর তালিকা তৈরি করে সেগুলো পরিকল্পনামাফিক সম্পাদন করার চেষ্টা করতে হবে।বলা হয়ে থাকে যে কোন কাজ করার পূর্বে পরিকল্পনা করলে সেটা সে কাজের অর্ধেক করা সম্পাদন হয় বলে ধরা হয়।

পড়াশোনার পাশাপাশি আপনাকে আরও কিছু দক্ষতা অর্জন করতে হবে।আর অবশ্যই সেগুলো পরিকল্পনা মাফিক করতে হবে । তাহলে কাজের প্রতি আপনার মনোযোগ ও গতি বৃদ্ধি পাবে।

দৈনিক রুটিন তৈরি করাঃরুটিন আপনার দৈনন্দিন জীবনে সময়ের অপচয় রোধ করতে সহায়ক ভূমিকা পালন করবে । এটা একটা সময় আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন।

মাল্টি টাস্ক পরিহার করাঃমাল্টি টাস্ক হলো একই সময়ে একাধিক কাজে নিয়োজিত থাকা । এই আধুনিক যুগে শিক্ষার্থীরা পড়াশোনার সময় মোবাইল চাপাচাপি বা অন্যান্য কাজে নিয়োজিত থাকে। যেটা একজন শিক্ষার্থীর থেকে মোটেই কাম্য নয়।

বড় পাঠকে ছোট ছোট করে পড়াঃছাত্র জীবনে সফল হওয়ার উপায় বলতে বুঝি ছাত্র জীবনের কর্তব্যগুলো সঠিকভাবে সম্পাদন করা । ছাত্র জীবনের কর্তব্যগুলোর মধ্যে প্রথমে রয়েছে পড়াশোনা করা । আর এই পড়া যখন আপনার সহজে মুখস্ত হবে না তখন আপনি চাইলে বড় কোন পড়ার পাঠকে ছোট্ট ছোট্ট ভাগে ভাগ করে সেটা পড়তে পারেন।

প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুমানোঃএকজন মানুষের সুস্থতার জন্য অপরিহার্য উপাদান হলো ঘুম । কারণ পরিপূর্ণ ঘুমের অভাবে মানুষের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয় । পর্যাপ্ত ঘুমের অভাবে আপনি দুর্বল বা রোগা পাতলা হতে পারেন।

ক্লাসে নোট তৈরি করাঃএকজন সফল শিক্ষার্থীরা অন্যতম একটা সেরা বৈশিষ্ট্য হলো নোট তৈরি করা।আপনার ক্লাসে শিক্ষক যে টপিক পড়াবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাকে অবশ্যই নোট করতে হবে।

নিয়মিত পড়াশোনা করাঃছাত্র জীবনে সফল হওয়ার অন্যতম সেরা ও কার্যকরী উপায় হল ছাত্র জীবনে নিয়মিত প্রতিদিন পড়াশোনা করা । এই উপায় ছাড়া ছাত্র জীবনে কেউ সফলতা লাভ করতে পারবে না । পড়াশোনা অবশ্যই করতে হবে ।

পড়ার সঠিক স্থান নির্বাচন করাঃপড়াশোনা করার জন্য প্রয়োজন সঠিক ও নিরিবিলি স্থান যেটা আপনার পড়ার প্রতি মনোযোগ বহুগুণে বৃদ্ধি করবে । এজন্য আপনাকে এমন একটি স্থান নির্বাচন করতে হবে যেখানে পড়াশোনা থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয় এমন কোন কিছু থাকবে না ।

গ্রুপ করে পড়াশোনা করআঃপড়াশোনা করার জন্য কোন একটা গ্রুপ তৈরি করে পড়লে সেটা অনেক বেশি কার্যকরী হয় । কয়েকজন মিলে একটা গ্রুপ তৈরি করে পড়াশোনা করলে সেই পড়া অনেক বেশি দিন মনে থাকে ।

প্রশ্ন করার অভ্যাসঃআপনি যদি কোন একটা টপিক ভালোভাবে বুঝতে চান তবে অবশ্যই সে বিষয়ে আপনাকে ভালোভাবে জানতে হবে । এজন্য শ্রেণী শিক্ষক কিংবা বন্ধুবান্ধবকে প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করতে হবে । তাই আপনার ভিতরে ছাত্র অবস্থায় অন্যজনকে প্রশ্ন করার দক্ষতা তৈরি করতে হবে ।

বক্তৃতা ও নেতৃত্ব দেওয়ার দক্ষতাঃছাত্রজীবনকে সফলকাম করার জন্য অন্যতম সেরা দক্ষতা হল বক্তৃতা ও নেতৃত্ব দেওয়া । শুধু ছাত্রজীবনে নয় যদি আপনি চাকরি জীবন কিংবা যেকোন সময় নিজেকে একজন সফল মানুষ হিসেবে দেখতে চান তবে এই দুটি গুণ আপনার মধ্যে থাকা আবশ্যক ।

আমি সফল হতে চাই

মানুষ হিসেবে সফল হতে চাইলে নিজ জ্ঞানে বোঝার চেষ্টা করুন মানুষ কি? জীবনবোধ ও চেতনার দ্বারা উপলব্ধি করার চেষ্টা করুন, কেন এবং কিভাবে আপনি অন্য প্রাণীদের থেকে আলাদা? কেন আপনার ওপরই জীবে দয়া করার গুরুদায়িত্ব এবং কিভাবে আপনি স্রষ্টার সেবা করছেন?
জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কী
  • সবার আগে নিজেকে গুরুত্ব দিন
  • সামনে এগিয়ে যাওয়া থামাবেন না
  • অন্যরা কী ভাবছে তা ভাবার দরকার নেই
  • দৃষ্টিভঙ্গি বদলান
  • ইতিবাচক মানুষের চারপাশে থাকুন
  • মাথা খাটান
  • নিজেকে মাঝে-মধ্যে ছুটি দিন

ব্যর্থতা জীবনের শেষ কথা নয়

আপনি সফল হতে চান? তাহলে প্রথমেই আপনার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যান। যদি আপনার জীবনের লক্ষ্য হয় আপনি রিকশা চালাবেন, তাহলে বিশ্বাস করুন আপনি রিকশা চালিয়েই সফল হবেন।

যদি আপনার লক্ষ্য থাকে আপনি বিমান চালাবেন, তাহলে লক্ষ্য সে রকম উঁচুতেই রাখবেন। আপনি যদি আপনার লক্ষ্য অনুযায়ী এগোতে পারেন, তাহলে আপনার চাইতে সফল আর কেউ হতে পারবে না। সবচাইতে বড় কথা- আপনি সুখী হবেন। মনে রাখবেন- কোনো কাজই ছোট নয়

ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো

একজন মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে।’ সফল হতে হলে জীবনে ব্যর্থতা যেন অবশ্যম্ভাবী। তারপরও অনেকেই ব্যর্থতাকে নিয়তি মনে করে সরে পড়েন। যাঁরা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উৎসাহে সামনে এগিয়ে যান, তাঁরাই সফল হন।

লেখক এর মন্তব্য

আশা করি, আর্টিকেলটি পড়ে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মোটা হওয়ার ঔষধের নাম বাংলাদেশ, ভিটামিন ঔষধ এবং মোটা হওয়ার সুবিধা ও অসুবিধা কি, উপকারিতা কি, সে সম্পর্কে আপনার একটা ভাল ধারণা হয়েছে। এই আর্টিকেলটি পরে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আরএম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url